ভারতে এবারে Xiaomi লঞ্চ করে দিয়েছে তাদের প্রথম QLED TV। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, এই মুহূর্তে মার্কেটে যেই সমস্ত টেলিভিশন কম্পানি গুলি আছে তাদেরকে যথেষ্ট টক্কর দেবে শাওমির নতুন স্মার্ট টিভি। এই কোম্পানীগুলির তালিকাতে রয়েছে OnePlus QLED TV এবং TCL C175। এই নতুন টিভি আপাতত একটিমাত্র সাইজ অপশনে আপনারা পাবেন এবং সেটি ৫৫ ইঞ্চি।
শাওমি ভারতে লঞ্চ করে দিয়েছে এই নতুন স্মার্ট টিভি। ইটিভিতে আপনারা পেতে চলেছেন 4K রেজোলিউশন, ডলবি সাপোর্ট, HDR10 এবং HDR10+। কানেকটিভিটির জন্য আছে HDMI পোর্ট, যা আপনাকে 4K রেজোলিউশনে ৬০ FPS সাপোর্ট দেবে। পাশাপাশি, এই টেলিভিশন SONY এবং MICROSOFT-এর লেটেস্ট জেনারেশন এর কনসোলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এছাড়া আপনারা পাবেন বিল্ট আইন ক্রোম কাস্ট এবং ব্লুটুথ ৫.০ সাপোর্ট।
এছাড়া এই টেলিভিশন অ্যান্ড্রয়েড ১০ এর উপরে নির্ভর করে চলছে। আপনারা শাওমির নিজস্ব patchwall ৩.৫ ইন্টারফেস পেয়ে যেতে চলেছেন। এছাড়া থাকতে চলেছে মিডিয়াটেকের MT9611 প্রসেসর। সাথে থাকছে ২জিবি RAM এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ।
নতুন এই স্মার্ট টেলিভিশন এর দাম রাখা হয়েছে ৫৪,৯৯৯ টাকা। প্রতিযোগী সংস্থাগুলির স্মার্ট টিভি এর দাম কিছুটা এর থেকে বেশি। এই কারণে গ্রাহকদের কাছে শাওমির নতুন স্মার্ট টিভি বেশ আকর্ষণীয় হয়ে উঠতে চলেছে। আগামী ২১ ডিসেম্বর বেলা ১২ টায় এই টিভির প্রথম সেল হতে চলেছে ফ্লিপকার্ট এবং mi.com ওয়েবসাইটে।