জনপ্রিয় অডিও প্রডাক্ট কম্পানি Syska সম্প্রতি ভারতে লঞ্চ করে দিয়েছে তাদের সবথেকে আকর্ষনীয় অডিও প্রোডাক্ট Syska BT4070X ওয়ারলেস স্পিকার। ফিচারের কথা বলতে গেলে এই ব্লুটুথ স্পিকারে আপনারা পেয়ে যাবেন ৫০ মিলিমিটার এর বাস ড্রাইভার। এছাড়া, এই স্পিকারে দমদার ব্যাটারি সাপোর্ট পাওয়া যাবে।
স্পেসিফিকেশন –
Syska BT4070X ওয়ারলেস স্পিকারে আপনারা দুর্দান্ত সাউন্ড এর জন্য ৫০ মিলিমিটার এর ড্রাইভার পাবেন। এছাড়া আপনাদের জন্য থাকছে অনেকগুলি বাটন যার মাধ্যমে ব্যবহারকারীরা মিউজিক বদলাতে এবং ভলিউম পাল্টাতে পারবেন। পাশাপাশি এই স্পিকারে দুর্দান্ত ব্যাটারি সাপোর্ট দেওয়া হয়েছে যার মাধ্যমে একবার চার্জ দিলে ৪ ঘন্টার ব্যাটারি ব্যাকআপ পাবেন আপনারা।
অন্য ফিচার এর কথা বলতে গেলে, এই স্পিকারে কানেকটিভিটির জন্য ব্লুটুথ এর সাথে ৪টি পোর্ট এবং ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক আপনারা পাবেন। এর সাথেই এই স্পিকারে টিএফ কার্ড স্লট, ইউএসবি এ স্লট এবং মাইক্রো ইউএসবি পোর্ট দেওয়া হয়েছে।
দাম:
Syska BT4070X স্পিকারের আসল দাম ১,৪৯৯ টাকা। কিন্তু বর্তমানে কোম্পানির সাইটে মাত্র ৯৯৯ টাকা মূল্যে এই স্পিকার আপনারা কিনতে পারবেন। এছাড়াও, এই স্পিকার দেশের সবথেকে বড় বড় ইলেকট্রনিক দোকানে কালো, নীল এবং গ্রে রঙে পাওয়া যাবে।