Samsung ইন্ডিয়া নিজেদের ৫৫ ইঞ্চি এবং তার বেশি দৈর্ঘ্যের টেলিভিশন এর উপরে একটি দুর্দান্ত অফার নিয়ে চলে এসেছে। এই অফারের নাম দেওয়া হয়েছে স্যামসাং বিগ টিভি ডেজ। এই অফারে দেশের সমস্ত রিটেলার দোকানে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত আপনারা দুর্দান্ত ডিসকাউন্টে স্যামসাংয়ের বড় বড় টেলিভিশন পেয়ে যাবেন। এই তালিকায় স্যামসাংয়ের ৫৫ ইঞ্চি, ৬৫ ইঞ্চি, ৭৫ ইঞ্চি, ৮২ ইঞ্চি, এবং ৮৫ ইঞ্চির QLED টিভি পেয়ে যেতে চলেছেন অত্যন্ত কম খরচের মধ্যে। এছাড়াও থাকছে ক্রিস্টাল ক্লিয়ার 4K UHD, QLED 8K টেলিভিশন আপনারা পেতে চলেছেন। এই সমস্ত টেলিভিশন কিনলে আপনারা ২০% ক্যাশব্যাক জিতে নিতে পারবেন। এছাড়াও থাকবে এক্সটেন্ডেড ওয়ারেন্টি এবং ১,৯৯০ টাকার ইএমআই অপশন।
এই অফারে আপনারা যদি ৬৫ ইঞ্চির এবং ৭৫ ইঞ্চির টেলিভিশন কিনে থাকেন তাহলে ২২,৯৯৯ টাকার স্যামসাং গ্যালাক্সি A51 স্মার্টফোন বিনা মূল্যে পাবেন। অন্যদিকে, QLED টেলিভিশন এর ৫৫ ইঞ্চি মডেল এবং ৬৫ ইঞ্চি মডেলের সঙ্গে ১৮,৯৯৯ টাকার গ্যালাক্সি A31 স্মার্ট ফোন পাবেন বিনামূল্যে।
পাশাপাশি, যদি আপনি ৭৫ ইঞ্চি, ৮২ ইঞ্চি, এবং ৮৫ ইঞ্চির টেলিভিশন কেনেন তাহলে আপনি HW-Q800T সাউন্ডবার এবং HW-Q900T সাউন্ডবার পাবেন বিনামূল্যে। এছাড়াও স্যামসাংয়ের QLED টেলিভিশনে 10 বছরের নো স্ক্রিন বার্ন ওয়ারেন্টি আপনারা পাচ্ছেন। এছাড়াও এক বছরের ওয়ারেন্টি এবং প্যানেল এর উপরে এক বছরের অতিরিক্ত ওয়ারেন্টি থাকছে।