CES 2021 এ টেকনোলজি কোম্পানি স্যামসাং তিনটে নতুন রোবট নিয়ে এসেছে আপনার জন্য। এই তিনটি রোবট আপনার সাহায্যে যেকোনো জিনিস তুলতে পারবে, ঘরদোর পরিষ্কার করতে পারবে এবং আপনার অ্যাসিস্ট্যান্ট এর মত কাজ করবে। লেটেস্ট লাইন আপ স্যামসাং বট এর মধ্যে থাকছে JetBot 90 AI+, Bot Care, এবং Bot Handy।
এদের মধ্যে Samsung JetBot 90 AI+ আমেরিকাতে বছরের প্রথম অর্ধেকই আপনারা পেয়ে যাবেন। এই বট হলো একটি ভ্যাকুয়াম ক্লিনার যা বিভিন্ন ধরনের জিনিসকে চিনতে পারে এবং জানাতে পারে কিভাবে এই জিনিসটি সঠিকভাবে পরিষ্কার হবে। এছাড়াও এখানে LiDar টেকনোলজি ব্যবহার করা হয়েছে যার মাধ্যমে এই ভ্যাকুয়াম ক্লিনার কেবিল এবং ছোটখাট জিনিস পরিষ্কারের সময় সরিয়ে দিতে পারবে। এখানে একটি ক্যামেরা রয়েছে যার মাধ্যমে ব্যবহারকারীরা খুব সহজেই ভ্যাকুয়াম ক্লিনার কন্ট্রোল করতে পারবেন স্যামসাংয়ের অ্যাপ্লিকেশনের মাধ্যমে।
স্যামসাংয়ের BOT CARE হল আপনার সবসময়ের সঙ্গী এবং আপনার অ্যাসিস্ট্যান্ট। স্যামসাং জানিয়েছে, এই সমস্ত রোবটের ব্যবহার করা হয়েছে এই আই টেকনলজি যা আপনার আচরণ জেনে নিয়ে সেই অনুযায়ী কাজ করবে। এছাড়াও আপনার অভ্যাস এবং আপনার সময় জেনে নিয়ে।
সবশেষে, Bot Handy আপনার জন্য নোংরা বাসন-কোসন পরিষ্কার করে ফেলতে পারবে। আপনার জন্য টেবিল সাজিয়ে দিতে পারবে এবং প্রয়োজন পড়লে এক গ্লাস ওয়াইন সার্ভ করতে পারবে। এছাড়াও বিভিন্ন ধরনের আইটেম এই রোবট নিজের হাতে তুলতে পারবে এবং প্রত্যেকটি জিনিস দেখে নিয়ে কতটা জোর দিতে হবে তার সবকিছু এই রোবট এআই টেকনোলজির মাধ্যমে করে ফেলতে পারবে। এছাড়াও দুটি বস্তুর মধ্যে তফাৎ এই রোবট বুঝতে পারবে। তাই যদি আপনার নিশ্চিন্তে ডিনার করতে হয় তাহলে আপনাকে নিজেকে শুধু রান্না করতে হবে। বাকি সমস্ত কাজ Bot Handy নিজেই করে দেবে।