বৃহস্পতিবার বেশ জাঁকজমকভাবে লঞ্চ হয়ে গেল নতুন Galaxy S21 সিরিজের স্মার্ট ফোন। তার সাথে স্যামসাং লঞ্চ করে দিল গ্যালাক্সি Buds Pro ট্রুলি ওয়ারলেস ইয়ারফোন। এই ইয়ারফোন এর ডিজাইন এ আপনারা Buds+ এর ছোয়া পাবেন। তবে ফিচারের দিক থেকে এই হেডফোন কিছুটা উন্নতমানের তো বটেই। আসুন দেখে নেওয়া যাক এই হেডফোনের ব্যাপারে আরো বিস্তারিত।
এই হেডফোন আপনাকে অফার করতে চলেছে দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি। এখানে আপনারা পেতে চলেছেন ১১ nm এর উফার্স। আপনারা এই হেডফোনে ব্যাপক সাউন্ড কোয়ালিটি পেয়ে যাবেন। মনে করা হচ্ছে এই হেডফোন স্যামসাং এর অন্যান্য হেডফোন যেমন Galaxy Buds+ কেও টক্কর দিতে সক্ষম হবে। স্যামসাংয়ের তরফে এই বিষয়টি একেবারে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে।
কলিং ডিপার্টমেন্টের কথা বলতে গেলে এখানে আপনারা পাবেন অতিরিক্ত ভয়েস পিকআপ ইউনিট। এর মাধ্যমে আপনি তিনটি মাইক্রোফোন পেয়ে যাবেন যাতে ব্যাকগ্রাউন্ড নয়েজ অনেকটা সরিয়ে দেওয়া সম্ভব হবে। অর্থাৎ আপনার আশেপাশের কোলাহল কিন্তু সেই ব্যক্তির কান অব্দি পৌছাবে না এবং আপনার কণ্ঠস্বর তার কাছে আলাদাভাবে পৌঁছাবে। তার ফলে আপনার কলিং কোয়ালিটি অত্যন্ত ভালো হতে চলেছে। এছাড়া স্যামসাংয়ের এই হেডফোনে ব্যবহার করা হয়েছে ব্র্যান্ড নিউ উইন্ডশীল্ড প্রযুক্তি, তার মাধ্যমে যখন আপনি বাইক চালাবেন তখন বাইরের হাওয়ার শব্দ আপনার কলিং কোয়ালিটি খারাপ করতে পারবে না।
এছাড়া রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন অপশন। এর মাধ্যমে স্যামসাংয়ের দাবি তারা, ৯৯% আম্বিয়েন্ট সাউন্ড ব্লক করতে পারবে। এএনসি সেটিং-এ এরকম উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এছাড়াও আশেপাশের সাউন্ড অনেকটা এমপ্লিফাই করা সম্ভব হবে। তার ফলে আপনার কথা বলার সময় এক্সপেরিয়েন্স অত্যন্ত দুর্দান্ত হবে। পারিপার্শ্বিক এর আওয়াজ আপনার কানে আসবেনা। ফলে আপনার কলিং কোয়ালিটি কোন দিক থেকে ক্ষুন্ন হবে না। এছাড়াও একটি চমৎকার ফিচার দেওয়া হয়েছে যার নাম হচ্ছে অটো সুইচ অপশন। এর মাধ্যমে আপনি একসাথে দুটি স্যামসাং ডিভাইস কানেক্ট করতে পারবেন। এর মাধ্যমে যদি একটি ডিভাইস কানেক্টেড থাকেন এবং আপনার অন্য ডিভাইসে কোন ফোন চলে আসে তাহলে, আপনার বারবার হেডফোন পরিবর্তন করার প্রয়োজন পড়বে না। আপনার কল করা হয়ে গেলে আপনি আবার নিজের পুরনো ডিভাইসে ফিরে আসতে পারবেন।
এছাড়াও ব্যবহার করা হয়েছে ৩৬০ অডিও, যার মাধ্যমে ডলবি হেড ট্রাকিং ফিচার আপনারা পাবেন। এছাড়াও দেওয়া হয়েছে বিশেষ গেমিং মোড। একবার যদি চার্জ করেন তাহলে ৫ ঘন্টা আপনি এই হেডফোন চালাতে পারবেন অটো নয়েজ ক্যান্সলেশন অন করে। এবং ৮ ঘন্টা চালাতে পারবেন অটো নয়েজ ক্যান্সলেশন অফ করে। হেডফোনে ব্যবহার করা হয়েছে ৬১ mAh এর ব্যাটারি। তার সাথেই আছে একটি বিশেষ চার্জিং কেস, যাতে আছে ৪৭২ mAh এর ব্যাটারি। মাত্র ৫ মিনিট চার্জ দিলে আপনারা এই হেডফোন ব্যবহার করতে পারবেন টানা ১ ঘন্টার জন্য।
এখনো পর্যন্ত আপনারা পাবেন মাত্র তিনটি কালার অপশন। এর মধ্যে আছে: ফ্যান্টম সিলভার, ফ্যান্টম ভায়োলেট এবং ফ্যান্টম ব্ল্যাক। আগামী ২৯ জানুয়ারি থেকে এই হেডফোনের সেল শুরু হবে। আপাতত শুধু এই হেডফোনের গ্লোবাল প্রাইস জানানো হয়েছে। এই TWS ইয়ারফোনের দাম রাখা হয়েছে ১৯৯.৯৯ মার্কিন ডলার। তবে ভারতে এই হেডফোনের দাম কত হবে সে ব্যাপারে এখনো পর্যন্ত কোনো ঘোষণা করা হয়নি। আগামী ২৯ জানুয়ারি আমরা এই হেডফোনের দামের ব্যাপারে সঠিক তথ্য পাবো। ততদিন আমাদের অপেক্ষা তো চালিয়ে যেতেই হবে।