জনপ্রিয় চিনা স্মার্টফোন কোম্পানি শাওমি লঞ্চ করে দিয়েছে তাদের একেবারে নতুন স্মার্ট ওয়াচ Redmi Watch। এই স্মার্টওয়াচের ডিজাইন অত্যন্ত আকর্ষণীয় এবং এখানে চৌকো ডায়াল আপনি পাচ্ছেন। সবথেকে বড় ফিচারের মধ্যে Redmi Watch এ থাকছে একটি বিশাল বড় ব্যাটারি। এছাড়া, এই স্মার্টওয়াচে ৭ স্পোর্ট মোড এর সাথে কল এবং মেসেজ নোটিফিকেশন ফিচার সাপোর্ট রয়েছে।
Redmi Watch এ ১.৪ ইঞ্চির কালার এইচডি ডিসপ্লে রয়েছে যার রেজোলিউশন ৩২০×৩২০ পিক্সেল। সাথে স্ক্রিনের প্রটেকশন হিসেবে ২.৫D গ্লাস ব্যবহার করা হয়েছে। এর সাথে আপনি ৭টি স্পোর্ট মোড পাবেন। এর মধ্যে রয়েছে রানিং, সাইকেলিং এবং সুইমিং।
রেডমি ওয়াচ ব্যবহারকারীরা ২৪ ঘন্টা হার্ট রেট মনিটর থেকে শুরু করে স্লিপ ট্র্যাক করতে পারবেন। কন্টাক্টলেস পেমেন্ট এর জন্য NFC সাপোর্ট রয়েছে। সাথে ব্যবহারকারীরা ১০০ এর থেকে বেশি ওয়াচফেইস ব্যবহার করতে পারবেন।
এই স্মার্টওয়াচে ২৩০ mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি সেভার মোডে ১২ দিন এবং সাধারণ ব্যবহারে ৭ দিন অব্দি চলতে পারে। সাথেই এই স্মার্টওয়াচের ব্যাটারি একবার পুরো চার্জ হতে ২ ঘন্টা সময় নেয়।
শাওমি নতুন রেডমি ওয়াচ এর দাম রেখেছে ২৯৯ ইউয়ান অর্থাৎ ৩,৪০০ টাকার কাছাকাছি। আগামী ১ ডিসেম্বর থেকে এই স্মার্টওয়াচের বিক্রি শুরু হবে। কালো, সাদা এবং নেভি ব্লু কালার অপশনে আপনি এটি পাবেন। ভারতে কবে লঞ্চ হবে, সে ব্যাপারে এখনো কোনো ঘোষণা করা হয়নি।