ভারতে লঞ্চ হবার জন্য তৈরি OnePlus এর নতুন প্রোডাক্ট। এখনো পর্যন্ত আমরা এই কোম্পানি থেকে স্মার্ট ফোন, স্মার্ট টিভি এবং বেশ কিছু অ্যাক্সেসরিজ দেখতে পেয়েছি। তবে এবারে প্রথমবার এমন একটি প্রোডাক্ট দেখতে পাবেন যা OnePlus আগে ভারতে কখনো লঞ্চ করেনি। এটি হতে চলেছে একটি ফিটনেস ব্যান্ড যেটিকে নাম দেওয়া হয়েছে ওয়ানপ্লাস ব্যান্ড। চাইনিজ ব্র্যান্ড ওয়ানপ্লাস এর ভারতীয় শাখার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এই বিষয়টি কনফার্ম করে দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে, এইপিডিএস ব্যান্ড আপনারা পাবেন সিলিকন স্ট্র্যাপ এর সাথে। OnePlus কোম্পানি ব্যান্ড এর সাথে নোটিফাই মি অপশন যুক্ত করে দিয়েছে। মনে করা হচ্ছে ভারতে এই ফিটনেস ব্যান্ড অতি শীঘ্রই লঞ্চ হয়ে যাবে।
কোম্পানি টিজারের সাথে সব জায়গায় #SmartEverywhere এর হ্যাশ ট্যাগ ব্যবহার করছে। কোম্পানি নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে একটি কুইজ শুরু করেছে। যাতে আপনি অংশগ্রহণ করে ফিটনেস ব্যান্ড জিতে নিতে পারবেন। টিপ স্টার মুকুল শর্মা কিছুদিন আগে একটি টুইট করেছিলেন যাতে এই টিজার এবং কিছু ইমেজ সামনে এসেছে। অন্য আরেকজন টিপ স্টার ঈশান আগারওয়াল ঘোষণা করেছেন ১১ জানুয়ারি তারিখে ওয়ানপ্লাস তাদের প্রথম ফিটনেস ব্যান্ড লঞ্চ করবে ভারতে।
সম্ভাব্য স্পেসিফিকেশনের মধ্যে আপনারা পাবেন ২৪×৭ হার্ট রেট মনিটরিং, SpO2 ব্লাড স্যাচুরেশন মনিটরিং সিস্টেম। এছাড়াও এই ফিটনেস ব্যান্ডে স্লিপ ট্র্যাকিং ফিচার রয়েছে। তার সাথেই আপনারা ১.১ ইঞ্চির টাচ অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাবেন। সাথে থাকছে ip68 টেকনোলজি। এখানে ১৩টি এক্সারসাইজ মোড দেওয়া হচ্ছে। আপনারা ১৪ দিনের দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ পাবেন। এছাড়া মনে করা হচ্ছে এই ফিটনেস ব্যান্ড এর দাম হবে ২,৪৯৯ টাকা।