করণা সংক্রমণ থেকে বাঁচার জন্য বর্তমানে মাস্ক অত্যন্ত প্রয়োজন একটি জিনিস। বাজারে বিভিন্ন ডিজাইনের মাস্ক আমরা পেয়ে যাচ্ছি। বর্তমানে এটি একটি ফ্যাশন স্টেটমেন্ট হয়ে উঠেছে। বিভিন্ন বড় বড় ব্র্যান্ড কিংবা স্টার্টআপ সবাই কিন্তু এখন মাস্ক তৈরি করছে। তবে শুধু ফ্যাশন নয়, আমাদের খেয়াল রাখতে হবে যাতে মাস্ক এমন হয়, যা আমাদের সম্পূর্ণ সুরক্ষা দিতে পারে। এই কারণে ব্রিদ ইজি ল্যাব বাজারে নিয়ে আসলো একেবারে নতুন কার্বন ফেইস মাস্ক। এই ধরনের মাস্ক এর ভেতরে রয়েছে একটি লেয়ার যা সেলফ স্যানিটাইজিং করতে পারে। এই মাস্কের ফিল্ট্রেশন ক্যাপাসিটি ৯৫% এর বেশি। অধিকাংশ n95 মাস্কের থেকে এই মাস্ক অনেক বেশী কার্যকরী হবে।
এই কোম্পানির একটি মাস্কের দাম রাখা হয়েছে ৭৯৯ টাকা। তবে রং এর অপশন রয়েছে শুধুমাত্র কালো। নেলসন ল্যাবের থেকে অনুমোদন পেয়ে গিয়েছে এই কার্বন ফেস মাস্ক। এই মাস্কের একেবারে বাইরের লেয়ার কাপড়ে তৈরি। করোনাভাইরাস থেকে সুরক্ষা নিশ্চিত করতে এই লেয়ারে ব্যবহার করা হয়েছে বিশেষ বায়োটেকনোলজি খুব সহজে বায়ুবাহিত কণা আটকাতে পারে। এছাড়াও দ্বিতীয় লেয়ারে আছে বায়ু কনাগুলিকে আটকানোর ক্ষমতা। সবশেষে তৃতীয় লেয়ারে আছে অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টি, যা ভাইরাস ব্যাকটেরিয়া জাতীয় ছোটখাটো জীবাণুকে মেরে ফেলতে পারে।
ব্রিটেন এবং আমেরিকা থেকে বিশেষ ধরনের ফাইবার নিয়ে এসে এই মাস্ক তৈরি করা হচ্ছে।। আপনারা একবার ব্যবহার করার পরে এই মাস্ক ধুয়ে নিতে পারবেন। সাধারণ N95 এর থেকে এই মাস্ক অনেক বেশি দিন ব্যবহার করতে পারবেন আপনারা। আপনারা সর্বমোট ৫০ বার এটি ধুয়ে ব্যবহার করতে পারবেন। এটির ভিতরের লেয়ার সফ্ট ফাইবার দিয়ে তৈরি। এই কারণে ভাইরাসের কন্টাক্টে এলেই খুব সহজে সে তাকে মেরে ফেলতে পারে।