বুধবার ভারতে নতুন ওয়ারলেস হেডফোন লঞ্চ করে দিল ভারতের ব্র্যান্ড MiVi। এই কোম্পানির নতুন হেডফোন এর নাম দেওয়া হয়েছে MiVi Collar 2। mivi.in, amazon এবং flipkart থেকে এই ইয়ারফোন আপনারা কিনতে পারবেন। ইয়ারফোনের দাম বর্তমানে মাত্র ১,১৯৯ টাকা। যদিও এটির আসল দাম ১,৩৯৯ টাকা।
এই হেডফোনে আপনারা পাবেন চারটি কালার অপশন। এগুলির মধ্যে রয়েছে সবুজ, কমলা, লাল এবং কালো। এছাড়া আপনারা তিন জোড়া ইন্টারচেঞ্জ ইয়ারবাড পাবেন। এছাড়াও ম্যাগনেটিক বাড লক অপশন দেওয়া হয়েছে এখানে।
ফিচারের দিক থেকে বলতে গেলে আছে, অত্যন্ত উন্নত মানের ভয়েস অভিজ্ঞতার জন্য MEMS মাইক্রোফোন। ব্লুটুথ সাপোর্ট এবং ইনলাইন ৩ বাটন রিমোট ফিচার। শুধুমাত্র কল এবং মিউজিক কন্ট্রোলের জন্য রয়েছে এই রিমোট। এই বাটন একবার টাচ করলেই আপনারা গুগল এবং সিরি অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করতে পারবেন। ব্যবহারকারীর একসঙ্গে দুটি ডিভাইসের সাথে কানেক্ট করতে পারেন এই হেডফোন।
এছাড়া সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলেও সুপার চার্জিং ফিচার। মাত্র ১০ মিনিট চার্জ দিলে এই হেডফোন আপনাকে টানা ১০ ঘন্টার ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম হবে। সম্পূর্ণ চার্জ দিতে আপনার সময় লাগবে মাত্র ৪০ মিনিট। এবং একবার চার্জ দিলে ১৭ ঘন্টা অবধি মিউজিক প্লেব্যাক আপনি করতে পারবেন। পাশাপাশি এই প্রোডাক্ট সম্পূর্ণরূপে ভারতে তৈরি।