কিছুদিন আগে চিনে Xiaomi লঞ্চ করে দিয়েছিল তাদের Redmi Watch। এবারে এই সংস্থা গ্লোবাল মার্কেটের জন্য নিয়ে চলে এলো তাদের দুর্ধর্ষ স্মার্ট ওয়াচ Mi Watch Lite। এই স্মার্টওয়াচের দাম এখনো পর্যন্ত জানা না গেলেও কি কি থাকবে এই স্মার্টওয়াচের সেই ব্যাপারে আমরা অনেক কিছু জানতে পেরেছি।। বর্তমানে এই ঘড়ি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে এবং আশা করা যাচ্ছে ভারতে এই ঘড়ি আসবে।
তবে চিনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, Mi Watch Lite এর স্পেসিফিকেশন অনেকখানি Redmi Watch এর সাথে মেলে। ঘড়িটি চৌকো আকারের, এবং রয়েছে ৩টি আলাদা কেস ও ৫টি স্ট্র্যাপ এর অপশন। এই স্ট্র্যাপ কালারের মধ্যে আছে পিঙ্ক, আইভরি, কালো, নেভিব্লু এবং অলিভ গ্রীন। এই ঘড়িতে আপনারা এনএফসি ফিচার পাবেন। এই স্মার্ট ওয়াচ ব্লুটুথ ৫.০ সাপোর্ট করে। এখানে একটি ১.৪ ইঞ্চির ডিসপ্লে আছে যার রেজোলিউশন ৩২০×৩২০ পিক্সেল। আম্বিয়েন্ট লাইটিং কন্ডিশন এর উপর এই ঘড়ি নির্ভর করবে। এছাড়াও বিভিন্ন ফিটনেস মোড ইন্সটল করা রয়েছে। পাশাপাশি এটি হার্ট রেট মনিটর করতে পারে। এর সাথে একাধিক ওয়াচ ফেইস আপনারা পাবেন।
Xiaomi এর এই নতুন স্মার্ট ওয়াচে আপনারা পাবেন বিভিন্ন রকম স্পোর্ট মোড। এরমধ্যে রয়েছে রানিং, সাইকেলিং এবং ইনডোর সুইমিং। স্মার্ট ওয়াচ ৫০ মিটার অবধি জল সহ্য করতে পারে। এছাড়া ২৪ ঘন্টা হাট মনিটর করার জন্য এটি হার্ট সেন্সর দেওয়া হয়েছে। এই স্মার্ট ওয়াচ ৩০ দিনের একটি রিপোর্ট আপনাকে দিতে পারবে। পাশাপাশি ঘুম ভাঙ্গা থেকে শুরু করে নিঃশ্বাস-প্রশ্বাসের সঠিক প্রক্রিয়া এবং তার পরামর্শ দিতে পারবে এই নতুন স্মার্ট ওয়াচ।
এতে আপনি পাবেন একটি ২৩০ mAh এর ব্যাটারি। এটি চার্জ দিতে আপনার সর্বাধিক সময় লাগবে দুই ঘন্টা। সংস্থা জানিয়েছে, একবার চার্জ দিলে Mi Watch Lite আপনাকে টানা ৯ দিনের ব্যাটারি ব্যাকআপ দিতে পারে। ঘড়িটির দাম এখনো পর্যন্ত জানা যায়নি। তবে, মনে করা হচ্ছে Mi Watch Lite এর দাম ৩,০০০ টাকার কাছাকাছি হবে বলে মনে করা হচ্ছে।