এবারে গ্রাহকের মুখ দেখলে তারপর এই কাজ করবে এটিএম মেশিন। নতুন বছরের শুরুতে একটি দুর্দান্ত টেকনোলজি নিয়ে হাজির হয়েছে intel। এবারে তারা একটি নতুন ফেসিয়াল রেকোগ্নিশন সিস্টেম Intel RealSense আইডি লঞ্চ করে দিয়েছে। বিশ্ববাসীকে একেবারে নিখুঁত ফেসিয়াল অথেন্টিকেশন দিতে এই ডিভাইস ফিচার কাজ করবে। এখানে আপনারা পাবেন অ্যাক্টিভ সেনসর এবং নিউরাল নেটওয়ার্ক। এর মাধ্যমে এটিএম থেকে শুরু করে কিওস্ক, POS সবকিছু কাজ করবে।
ইন্টেল জানিয়েছে, নতুন এই প্রযুক্তি এতটাই নমনীয় যে কয়েক মুহূর্তে যতবার কোন মানুষের মুখের ভঙ্গিমা বদলাবে ততবার ঠিক ভাবে তা ক্যাপচার করবে। শুধু তাই নয়, যদি আলোর কোন সমস্যা হয় অথবা মানুষের উচ্চতার সমস্যা হয় তবুও এটি কাজ করতে পারবে। একটি বিবৃতিতে ইন্টেল জানিয়েছে,”খুব সহজে এনরোলমেন্ট প্রসেস এর মাধ্যমে অত্যন্ত সঠিক এবং প্রাকৃতিক সমাধান করবে RealSense ID। এতে স্পেশালাইজড নিউরাল নেটওয়ার্ক, অ্যাক্টিভ ডেট এবং ডেডিকেটেড সিস্টেম অন চিপ নেটওয়ার্ক রয়েছে। ইউজার ডাটা খুব দ্রুততার সঙ্গে এনক্রিপ্ট এবং প্রসেস করার ক্ষমতা এমবেড করা আছে এখানে।”
অনেকে হয়তো মনে করবেন এই ডিভাইসের দাম অত্যন্ত বেশি হবে। কিন্তু তেমনটা কিন্তু নয়। ইন্টেলের ওয়েবসাইট থেকে মাত্র ৯৯ মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় মাত্র ৭,২০০ টাকা খরচ করলে আপনি এটি পেয়ে যাবেন। আপাতত ব্যবসায়ী এবং এন্টারপ্রাইজ ইউজারদের জন্য এটি উপলব্ধ। সাধারণ মানুষের জন্য এটি খুব শীঘ্রই লঞ্চ করা হবে বলে জানা যাচ্ছে। হালফিলে বিভিন্ন কোম্পানি ফেসিয়াল অথেন্টিকেশন ব্যবহার করছেন। আর এই মুহূর্তে বিভিন্ন ডিভাইসে ফেসিয়াল অথেন্টিকেশন প্রযুক্তি কাজ করছে। এই কারণে ইউজারদের আইডি চুরি এবং নিরাপত্তা ভঙ্গের অভিযোগ একেবারে দূরে সরিয়ে দিতে ইন্টেল নিয়ে এলো এই নতুন দুর্দান্ত টেকনোলজী।