একের পর এক বাজেট স্মার্টফোন লন্চ করার পরে এবারে Infinix ভারতের মার্কেটে লঞ্চ করে দিল তাদের প্রথম অ্যান্ড্রয়েড টিভি। তাদের লক্ষ্য একটাই, ভারতের স্মার্ট টিভি মার্কেটেও যাতে জাঁকিয়ে বসা যায়। সেই জন্য আপাতত এই নতুন টিভি লঞ্চ করেছে ইনফিনিক্স। এই টিভির নাম রাখা হয়েছে Infinix X1 এবং এই টিভি আপনারা পাবেন ৩২ এবং ৪৩ ইঞ্চি অপশনে।
এই টিভির সব থেকে বড় বিশেষত্ব হলো, এর TuV Rheiland সার্টিফিকেশন। এই সার্টিফিকেশন থাকার পরে আপনি যদি এই টিভি দেখেন তাহলে আপনার চোখে কোন চাপ পড়বে না। এছাড়াও এই স্মার্ট টিভিতে আপনারা পাবেন চমৎকার পিকচার কোয়ালিটি। কালার ব্রাইটনেস, কনট্রাস্ট এবং ক্লারিটি সবকিছু থাকবে দুর্দান্ত।
এই টেলিভিশনে ৩২ এবং ৪৩ ইঞ্চির অপশন আপনারা পাচ্ছেন। প্রথমটি তে HD ডিসপ্লে এবং পরেরটিতে FHD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে HDR10, 400nit ব্রাইটনেস আপনাকে প্রদান করবে। এছাড়া এই টিভিতে ৩,০০০:১ ডাইনামিক কন্ট্রাস্ট রেশিও দেওয়া হয়েছে। এই টিভির ফিল্ড অফ ভিউ ১৭৮ ডিগ্রি।
সংস্থা জানিয়েছে, এই টেলিভিশনে দর্শকদের চোখের যাতে ক্ষতি না হয় সেই জন্য একটি আই কেয়ার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। অত্যাধুনিক এই প্রযুক্তি এলইডি প্যানেল এর হার্ডওয়্যার এবং সফটওয়্যার লেভেলে ব্যবহার করা হয়েছে। এই টিভিতে আপনারা বক্স স্পিকার এবং ডলবি অডিও সাপোর্ট পাবেন। এছাড়া থাকছেন মিডিয়াটেকের 6683 কোয়াড কোর প্রসেসর। আপনাকে এই টিভির সাথে দেওয়া হয়েছে ১জিবি RAM এবং ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ।
সফট্ওয়ারের দিকে Infinix X1 টিভিতে অ্যান্ড্রয়েড ৯.০ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। প্রত্যেকটি OTT প্ল্যাটফর্ম সাপোর্ট করবে এই টিভিতে। এর মধ্যে রয়েছে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম এবং ইউটিউব সহ আরো বেশ কিছু স্ট্রিমিং অ্যাপ্লিকেশন। এছাড়া গুগল ক্রোমকাস্ট এবং গুগল অ্যাসিস্ট্যান্ট এর সাপোর্ট থাকছে। কানেকটিভিটির দিক থেকে এখানে ইউএসবি পোর্ট, ব্লুটুথ, ওয়াইফাই এবং ব্লুটুথ রিমোট দেওয়া হয়েছে।
Infinix X1 এর ৩২ ইঞ্চি মডেলের দাম রাখা হয়েছে ভারতে ১১,৯৯৯ টাকা এবং ৪৩ ইঞ্চি মডেলের দাম ১৯,৯৯৯ টাকা। আগামী ১৮ ডিসেম্বর থেকে ফ্লিপকার্টে এই স্মার্ট টিভি বিক্রি শুরু হবে।