বর্তমান যুগে করোনা ভাইরাস সাধারণ মানুষের জীবনে ত্রাস হয়ে উঠেছে। করোনা ভাইরাস শুধুমাত্র মানুষ থেকে মানুষে সংক্রমিত হয় এমন নয়। এটি বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন কাপড়, কাগজ, মোবাইল, মানিব্যাগ ইত্যাদির মাধ্যমেও সংক্রমিত হতে পারে। তাই করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে শুধুমাত্র সোশ্যাল ডিসটেন্স বজায় রাখাই যথেষ্ট নয়। সেই সাথে আমাদের সবসময় ব্যবহারের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো জীবাণুমুক্ত করতে হবে। জিনিসপত্র জীবাণুমুক্ত করতে বিভিন্ন কোম্পানির নতুন নতুন ইলেকট্রনিক যন্ত্রাদি ভারতের বাজারে আনছে। আসুন এরকমই তিনটি করোনা ভাইরাস নির্মূলকারি যন্ত্র দেখে নিন:
১) UV Sanitech:
ওরিয়েন্ট ইলেকট্রিক ভারতের বাজারে করোনা ভাইরাস নিধনের জন্য UV Sanitech যন্ত্রটি বার করেছে। এটি একটি বক্স যাতে আল্ট্রাভায়োলেট রশ্মি দ্বারা জীবাণু মারা যায়। আপনি বাইরে থেকে বাড়ি এলে আপনার জামা কাপড়, মোবাইল, ঘড়ি ইত্যাদি জিনিস UV Sanitech যন্ত্রে রেখে দিলে সেটি জীবাণুমুক্ত হয়ে যাবে। যন্ত্রটি জীবানু মারতে সময় নেবে মাত্র ৪ মিনিট। WHO এর গাইডলাইন অনুযায়ী, করোনা ভাইরাস প্লাস্টিক বা স্টেনলেস স্টিল জিনিসের উপর ৭২ ঘন্টা, কার্ডবোর্ড এর ওপর ২৪ ঘন্টা ও কপারের জিনিসের উপর ৪ ঘন্টা অব্দি বেঁচে থাকতে পারে। তাই বাইরে থেকে এসে ব্যবহারের সব জিনিস অবশ্যই UV Sanitech যন্ত্র দিয়ে জীবাণুমুক্ত করা প্রয়োজন। যন্ত্রটির দাম ১১৯৯৯ টাকা। ওরিয়েন্ট ইলেকট্রিক ছাড়াও ভারতের বিভিন্ন স্টার্ট আপ কোম্পানি একই প্রযুক্তির যন্ত্র তুলনামূলক কম মূল্যে বাজারে আনছে।
২) Anti-viral Oven:
কিচেন অ্যাপ্লায়ান্স কোম্পানি Wonderchef সম্প্রতি Prato Anti-viral Oven যন্ত্রটি লঞ্চ করেছে। এই যন্ত্রে ৯৯.৫ শতাংশ ভাইরাস ও ব্যাকটেরিয়া আল্ট্রা ভায়োলেট C রশ্মির মাধ্যমে মারা হয়। যন্ত্রটিতে শুধুমাত্র শাকসবজি ও খাবার জীবাণুমুক্ত করা যায় এমন নয়, তার সাথে জামা কাপড়, টাকা, মানিব্যাগ, মোবাইল, মাক্স, ডেলিভারি প্যাকেট ইত্যাদি সব জিনিসই জীবাণুমুক্ত করা যায়। যেহেতু যন্ত্রটিতে তাপ বাড়ে না তাই নির্দ্বিধায় শাকসবজি ও ফলমূল এই যন্ত্রে জীবাণুমুক্ত করা যায়। ভারতের বাজারে যন্ত্রটির দাম মাত্র ৪৪৯৯ টাকা। Wonderchef এর ম্যানেজিং ডিরেক্টর রবি সাক্সেনা বলেছেন তারা খুব শীঘ্রই আরো অনেকগুলি করোনাভাইরাস নিধনকারী প্রোডাক্ট ভারতের বাজারে আনতে চলেছে।
৩) Virus-free air conditioner:
Samsung ভারতের বাজারে Virus-free air conditioner লঞ্চ করেছে। এটি ভারতের প্রথম এসি যাতে PM 1.0 ফিল্ট্রেশন ক্ষমতা আছে। এটি শুধুমাত্র ধুলোকনা আটকাবে তা না, সেই সাথে ০.৩ মাইক্রোনের ভাইরাস ও ব্যাকটেরিয়াও আটকাতে পারবে। এটির ইলেকট্রোস্ট্যাটিক চার্জ মেকানিজম ভাইরাস ব্যাকটেরিয়াগুলিকে মারতে সাহায্য করবে। রিসার্চ অনুযায়ী, বদ্ধ এয়ার কন্ডিশন রুমে কোন কোভিড পজিটিভ ব্যক্তি থাকলে এরোসলের মাধ্যমে ভাইরাস ছড়িয়ে যাওয়ার প্রবণতা বেশি থাকে। তাই এই এসি শুধুমাত্র ঘরেই নয়, তার সাথে বিভিন্ন পাবলিক প্লেস যেমন হসপিটাল, হোটেল, দোকান ইত্যাদি জায়গায় ব্যবহার করার উপদেশ দেওয়া হয়েছে।