ইলেকট্রনিক্স ব্র্যান্ড EVM ভারতীয় বাজারে এমন একটি পাওয়ার ব্যাংক নিয়ে চলে এসেছে যার মাধ্যমে আপনি যেকোন ল্যাপটপ চার্জ করতে পারবেন। এর আগে মোবাইল, হেডফোন এবং স্পিকার চার্জ করার জন্য পাওয়ার ব্যাংক মজুদ ছিল। কিন্তু এবারে এমন একটি পাওয়ার ব্যাংকে এসেছে যার মাধ্যমে ল্যাপটপ চার্জ করা যাবে। এর মাধ্যমে আপনারা সি পোর্ট যুক্ত নতুন ল্যাপটপ চার্জ করতে পারবেন। এই পাওয়ার ব্যাংকের ক্ষমতা ২০,০০০ mAh। যদিও সমস্যা হল, ভারতীয় মার্কেটে টাইপ সি পোর্ট যুক্ত ল্যাপটপের সংখ্যা অত্যন্ত কম। EVM এই ল্যাপটপের নাম দিয়েছে EVM ENLAPPOWER এবং এর দাম ৯,৯৯৯ টাকা।
EVM ENLAPPOWER পাওয়ার ব্যাংকের মাধ্যমে আপনি একসাথে তিনটি ডিভাইস চার্জ করতে পারবেন যাতে ইউএসবি টাইপ সি পোর্ট সাপোর্ট করছে। এই পাওয়ার ব্যাংক এর সাথে ৪ ফুটের একটি কেবিল আপনি পাবেন। এই পাওয়ার ব্যাংক এর বডি আলট্রা ব্ল্যাক প্রিমিয়াম মেটাল দিয়ে তৈরি। এই ডিভাইসের লুক অত্যন্ত ক্লাসি। এটি আপনি কাউকে গিফট অবধি করতে পারেন।
জানিয়ে রাখি, এই পাওয়ার ব্যাংক এর সাথে ৩ বছরের ওয়ারেন্টি আপনি পাচ্ছেন। এই পাওয়ার ব্যাংক এর মাধ্যমে ম্যাকবুক, ম্যাকবুক এয়ার, ডেল, এইচ পি, লেনোভো, এলজি, আসুস এর এমন কিছু ল্যাপটপ আপনি চার্জ করতে পারবেন যেগুলি টাইপ সি পোর্ট সাপোর্ট করে। এছাড়া আপনি স্মার্ট ফোন এর মাধ্যমে চার্জ করতে পারবেন। তবে স্মার্টফোনে টাইপ সি পোর্ট সাপোর্ট করতে হবে।