ভারতের সবথেকে তাড়াতাড়ি বেড়ে ওঠা কনজ্যুমার অ্যাক্সেসরিজ ব্র্যান্ডের মধ্যে অন্যতম হলো Daiwa। এই ব্র্যান্ডের স্মার্ট টিভি মার্কেটে বেশ জনপ্রিয় উঠছে দিনে দিনে। ভারত সরকারের ‘ মেক ইন ইন্ডিয়া ‘ প্রকল্পের অংশ হিসাবে এই Daiwa ব্র্যান্ড এবার লঞ্চ করে দিয়েছে তাদের নতুন আরো একটি স্মার্ট টিভি। এই টিভিতে আপনারা পাবেন 4K কোয়ালিটি ভিডিও সাপোর্ট, এবং অ্যান্ড্রয়েড ৯.০ সাপোর্ট।
দাম এবং টিভির স্ক্রীন সাইজ –
এই টেলিভিশনের দাম শুরু হচ্ছে ২৯,৯৯৯ টাকা থেকে এবং এই টিভিতে আপনারা দুটি ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন। এই টিভির দুটি মডেল পাওয়া যাচ্ছে মার্কেটে – একটি ৪৯ ইঞ্চির এবং অপরটি ৫৫ ইঞ্চির। আসুন দেখে নেওয়া যাক এই সম্পূর্ণ ভারতে তৈরি স্মার্ট টিভিতে আরো কি কি স্পেসিফিকেশন পাচ্ছেন।
মডেল এবং স্পেসিফিকেশন –
এই স্মার্ট টিভি দুটি মডেলে আসতে চলেছে। প্রথমটি ৪৯ ইঞ্চির যার মডেল নম্বর D50BT162 এবং দ্বিতীয় মডেলটি ৫৫ ইঞ্চির যার মডেল নম্বর D55BT162। এই দুই টিভিতে আপনি পাবেন DBX TV অডিও টেকনোলজি এবং HDR10 সাপোর্ট যার জন্য আপনার টিভি দেখার এক্সপেরিয়েন্স অত্যন্ত ভালো হয়ে যাবে। এই স্মার্ট টিভির স্ক্রীন রেজোলিউশন ৩৮৪০×২১৬০ পিক্সেল এবং ব্রাইটনেস লেভেল ৪০% বেশি।
এই স্মার্ট টিভিতে থাকছে অ্যান্ড্রয়েড ৯.০ সাপোর্ট এবং A 55 কোয়াড কোর প্রসেসর। এই টিভিতে আছে Daiwa দ্বারা নির্মিত The Bigwall ইউজার ইন্টারফেস এবং বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম থেকে কনটেন্ট দেখার সুবিধা। বলাই বাহুল্য, আপনারা এই টিভিতে পাবেন গুগল প্লে স্টোর সাপোর্ট যেখান থেকে আপনারা এই টিভিতে আপনার প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন ইন্সটল করতে পারবেন।
এছাড়া প্রত্যেক ভারতীয় এর মত আপনিও যদি ক্রিকেট ফ্যান হন তাহলে আপনার জন্য এই টেলিভিশনে রয়েছে একটি ক্রিকেট মোড। এছাড়া যদি আপনি সিনেমা অথবা কোন ভিডিও দেখেন তাহলে রয়েছে একটি সিনেমা মোড। এই মোডগুলি সুইচ অন করলে আপনাদের ক্রিকেট এবং সিনেমা দেখার এক্সপেরিয়েন্স অত্যন্ত উন্নত হয়ে যাবে। এছাড়া সাউন্ড আউটপুট এর জন্য থাকছে চারটি আলাদা আলাদা সাউন্ড মোড এবং ২০ ওয়াট এর স্পিকার।
কানেক্টিভিটি অপশনের জন্য রয়েছে তিনটি এইচডিএমআই পোর্ট, দুটি ইউএসবি পোর্ট, ওয়াইফাই সাপোর্ট, একটি অপটিক্যাল আউটপুট, এবং একটি ই – শেয়ার ফিচার। এই ফিচারে আপনারা নিজের টিভি স্ক্রীন আয়নার মতো ফ্লিপ করতে পারবেন। এর সাথে রয়েছেন ব্লুটুথ কানেক্টিভিটি, যার মাধ্যমে আপনারা নিজেদের হেডফোন এবং মিউজিক সিস্টেম সরাসরি এই টেলিভিশনের সাথে কানেক্ট করতে পারবেন।