ভারতে লঞ্চ হয়ে গেল ব্লুটুথ ৫.০ সাপোর্ট যুক্ত TWS ইয়ারফোন Coolpad Cool Bass Buds। এই ইয়ারফোনে আপনাদের অফার করা হয় এটি কুইক চার্জিং টেকনোলজি যাতে দাবি করা হয়েছে মাত্র ১৫ মিনিট চার্জ দিলে আপনি এই ইয়ারফোনের মাধ্যমে ৩ ঘন্টা গান শুনতে পারবেন। এছাড়া এটি গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাপেলের সিরি অ্যাসিস্ট্যান্ট এর সঙ্গে কাজ করে। এই ইয়ারফোন এর সঙ্গে আপনারা পেতে চলেছেন একটি ১৩ মিলিমিটারের ডাইনামিক ড্রাইভার এবং ডিজিটাল ডিসপ্লে কেস। কুলপ্যাড এর সিইও জানিয়েছেন, ২০২১ সালে তারা স্মার্টফোনের জন্য বেশকিছু অ্যাক্সেসরিজ ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে। ফলে এইবারে বাজেট সেগমেন্টে আপনি বেশ কিছু দুর্দান্ত মোবাইল এক্সেসরিজ পেয়ে যেতে চলেছেন।
এই ইয়ারফোন এর সঙ্গে আপনারা পাচ্ছেন ইন ইয়ার ডিজাইন, ১৩ স্পিকারের ডায়নামিক ড্রাইভার, চার্জিং এর জন্য ইউএসবি টাইপ সি পোর্ট, এবং চার্জিং কেসে একটি এলইডি ডিসপ্লে। এই ডিসপ্লের মাধ্যমে আপনারা দেখতে পারবেন ওই ইয়ার ফোনে কতটা চার্জ রয়েছে। এছাড়াও কলিং করার জন্য বিল্ট ইন মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে।
এই Coolpad Cool Bass ইয়ারফোনে আপনারা পাচ্ছেন ৪০ mAh এর ব্যাটারি। এই ব্যাটারি আপনাকে ৪.৫ ঘন্টা মিউজিক প্লেব্যাক টাইম দিতে পারে। এছাড়াও কোম্পানি জানিয়েছে, এই প্লেব্যাক টাইম আপনারা বাড়িয়ে ২০ ঘন্টা করে ফেলতে পারেন। চার্জিং কেসে ৪০০ mAh এর ব্যাটারি প্রোভাইড করেছে সংস্থা। এছাড়াও কোম্পানি দাবি করেছে এই ইয়ারফোন ঘাম এবং জল প্রতিরোধ করতে পারে। তবে কোম্পানির তরফ এ আইপি রেটিং জানানো হয়নি এখনও পর্যন্ত।
এই ইয়ারফোন এর সঙ্গে আপনারা পাচ্ছেন ব্লুটুথ ৫.০ কানেক্টিভিটি সাপোর্ট। ১০ মিটারের রেঞ্জে আপনারা এই ইয়ারফোন কানেক্ট করতে পারবেন। এছাড়াও বাঁদিকের ইয়ারফোন এর একটি বাটন দুবার প্রেস করে আপনি গুগল অ্যাসিস্ট্যান্ট এবং সিরি এসিস্টেন্ট ব্যবহার করতে পারবেন। কুলপ্যাড কোম্পানির তরফে এই ইয়ারফোনের দাম রাখা হয়েছে ১,১৯৯ টাকা। আপনারা অ্যামাজন থেকে এই TWS ইয়ারফোন কিনতে পারবেন। কাল এবং নীল রঙের অপশনে এই ইয়ারফোন নিয়ে আসা হয়েছে।