ভারতে লঞ্চ হয়ে গেল Boat কোম্পানির অত্যন্ত সস্তা ট্রু ওয়ারলেস ইয়ারফোন Boat Airdopes 131। এই ইয়ারফোনের দাম রাখা হয়েছে মাত্র ১,২৯৯ টাকা। Boat কোম্পানিটি অত্যন্ত কম দামে ভালো পার্সোনাল অডিও প্রোডাক্ট বিক্রি করার জন্য বেশ জনপ্রিয়। আগামী ২২ আগস্ট থেকে এই ইয়ারফোন ফ্লিপকার্টে বিক্রি হওয়া শুরু হবে। এই ইয়ারফোন আসছে তিনটি রং এর বিকল্পে – কালো, নীল এবং গোলাপি।
স্পেসিফিকেশন এবং ফিচার –
এই নতুন সব থেকে সস্তা Boat Airdopes 131 ইয়ারফোনে আপনারা পেয়ে যাবেন ইউএসবি type-c চার্জিং। এছাড়াও কোম্পানির তরফ থেকে দাবি করা হচ্ছে, এই ইয়ারফোন আপনাকে সর্বমোট ১৫ ঘন্টা গান শোনার সুযোগ দেবে একবার চার্জ দিলে। এই ইয়ারফোনে আপনারা পাবেন ইনস্টা ওয়েক এন্ড পেয়ার টেকনোলজি, যার মাধ্যমে আপনারা আগে থেকে পেয়ার করা স্মার্ট ফোন খুব সহজে কানেক্ট করতে পারবেন।
এই ইয়ার ফোন ব্লুটুথ ৫.০ কানেক্টিভিটি এবং ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট এর মাধ্যমে চলছে। আপনার স্মার্টফোনে ডিফল্ট ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফাংশনালিটি সাপোর্ট করছে এই ইয়ারফোন। Boat Airdopes 131 ইয়ারফোনে আপনারা পাবেন ১৩ মিলিমিটারের ডাইনামিক ড্রাইভার এবং একটি আউটার ইয়ার ফিট। এই ইয়ারফোন অনেকটা সম্প্রতি লঞ্চ হওয়া Oneplus Buds ইয়ারফোন এর মত ফিল আপনাকে দিতে পারে।
দাম –
ফ্লিপকার্টে এই Boat Airdopes 131 ইয়ারফোন আপনারা পেয়ে যাবেন ১,২৯৯ টাকায়। রিয়েল মি, রেডমি, সোনির মত কোম্পানির ওয়ারলেস ইয়ারফোন এস সঙ্গে প্রতিযোগিতা করবে এই Boat Airdopes 131।