Akai, এই জাপানিজ কনসিউমার টেকনোলজি কোম্পানি সম্প্রতি লঞ্চ করে দিয়েছে তাদের নতুন ফুল এইচডি ফায়ার টিভি এডিশনের স্মার্ট টিভি। ভারতে এই স্মার্ট টিভি Amazon Fire OS এর উপরে কাজ করবে এবং এতে এ্যালেক্সার ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট আগে থেকে দেওয়া থাকছে। সঙ্গে, কাস্টমারদের একটি টিভি রিমোট দেওয়া হবে যা একটি ফায়ার টিভি স্টিক রিমোট এর মত কাজ করছে। তবে, এই Akai টিভি রিমোটে অ্যামাজন প্রাইম ভিডিও, অ্যামাজন মিউজিক, নেটফ্লিকস এবং অ্যাপ্লিকেশন বাটন রয়েছে।
Akai ফায়ার টিভি এডিশন স্মার্ট টিভি বর্তমানে আপনারা অ্যামাজন ওয়েব সাইট থেকে কিনতে পারবেন ২৩,৯৯৯ টাকা থেকে। এই জাপানি কোম্পানি নতুন টিভি লঞ্চ এর মাধ্যমে Xiaomi এবং Oneplus এর মত কোম্পানিকে একটি বড় টক্কর দিতে চলেছে। এই দুটি কোম্পানির স্মার্ট টিভি অর্থাৎ Oneplus Y সিরিজ এবং Xiaomi Mi TV 4a Pro দুটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলে। অন্যদিকে এই টিভি চলছে FireOS এর ওপরে। এই অপারেটিং সিস্টেমে আমাজন ফায়ার টিভি চালানো অনেক সহজ। যদিও এই কোম্পানি জানিয়েছে, আগামী মাসে তাদের ৩২ ইঞ্চি এবং ৫০ ইঞ্চির টিভি মার্কেটে আসবে।
Akai ফায়ার টিভি এডিশন স্মার্ট টিভিতে ৪৩ ইঞ্চি ফুল এইচডি এলইডি স্ক্রিন দেওয়া হয়েছে। টিভির চারদিকে বেজেল এর পরিমাণ অত্যন্ত কম। ব্যবহারকারীরা টেবিল স্ট্যান্ড এর মাধ্যমেইটিভি দাঁড় করাতে পারবেন অথবা দেওয়ালে লাগাতে পারবেন। এই টিভিতে 60hz রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। এর সাথে আছে ১৭৮ ডিগ্রী ভিউ অ্যাঙ্গেল, ২০ ওয়াট এর স্পিকার, ডলবি অডিও এবং ডিটিএস সাউন্ড সিস্টেম। ইটিভিতে কিছু প্রিলোডেড অ্যাপ্লিকেশন থাকবে এমন ইউটিউব, অ্যামাজন প্রাইম ভিডিও, নেটফ্লিক্স, হটস্টার, zee5, সোনিলিভ এবং আরও অনেক কিছু।
এই ফায়ার টিভিতে থাকছে একটি কোয়াড কোর প্রসেসর, ১ জিবি ram, ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। এই টিভিতে স্ক্রীন মিরর ফিচার ব্যবহার করা হয়েছে যার মাধ্যমে স্মার্ট ফোনের কনটেন্ট আপনি চালাতে পারবেন টিভিতে। কানেকটিভিটির মধ্যে রয়েছে এইচডিএমআই পোর্ট এবং একটি ইউএসবি পোর্ট। এছাড়াও থাকছে অ্যামাজন অ্যালেক্সা ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট।