ভারতের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড Xiaomi সম্প্রতি লঞ্চ করে দিয়েছে তাদের No 1 Fan Sale। এই ডিসকাউন্ট অফারে আপনারা ল্যাপটপ, পাওয়ার ব্যাংক, এলইডি টিভি সহ বিভিন্ন প্রোডাক্ট এর উপরে দুর্দান্ত ডিসকাউন্ট অফার পেয়ে যেতে চলেছেন। এছাড়াও অফার থাকছে স্মার্ট ফোন, ফিটনেস ব্যান্ড জাতীয় প্রোডাক্ট এর উপরে। এই ডিসকাউন্ট অফার চলবে টানা ৫ দিনের জন্য এবং ১৮ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত আপনারা ডিসকাউন্ট অফার এর সুযোগ সুবিধা পাবেন।
Xiaomi No1 Fan Sale অফারে আপনারা শাওমির সমস্ত প্রোডাক্ট এর উপর দুর্দান্ত ডিসকাউন্ট অফার পেতে চলেছেন। শাওমি কোম্পানির স্মার্ট TV আপনারা পেয়ে যাবেন অনেকটা ডিসকাউন্ট অফারে। Mi LED TV 4A সিরিজ এবং 4X সিরিজ এই ডিসকাউন্ট অফারে লিস্ট করা হয়েছে। এই টিভির উপর থাকবে ৪,০০০ টাকা পর্যন্ত ফ্ল্যাট ডিসকাউন্ট অফার।
এছাড়াও শাওমি কোম্পানির ল্যাপটপ এর উপরে থাকতে দুর্দান্ত ডিসকাউন্ট। যদি আপনারা কোন ল্যাপটপ প্ল্যান করে থাকেন তাহলে অবশ্যই এখন কিনে ফেলুন Xiaomi Mi Notebook 14 এবং Mi Notebook 1 Horizon। এই দুটি ল্যাপটপের উপরে থাকছে ফ্ল্যাট ৯,০০০ টাকা ডিসকাউন্ট অফার।
তবে শুধুমাত্র ল্যাপটপ এবং টিভি না, অন্যান্য আরো ইলেকট্রনিক গ্যাজেট এর উপরে থাকছে দুর্দান্ত ডিসকাউন্ট অফার এর সুযোগ। স্মার্ট ব্যান্ড থেকে শুরু করে পাওয়ার ব্যাংক, স্মার্ট ওয়াচ, TWS, ট্রিমার, ইয়ারফোন, ব্যাক প্যাক সহ আরো বিভিন্ন জিনিসের উপরে শাওমি বর্তমানে অফার করছে অঢেল ডিসকাউন্ট।