যাদের কাছে পোস্ট অফিসের একাউন্ট রয়েছে তারা এবারে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক এর সাহায্যে খুব বেসিক ব্যাংকিং করে ফেলতে পারবেন অনলাইনে। এর মাধ্যমে আপনি সহজেই একাউন্টের ব্যালেন্স পরীক্ষা করতে পারবেন, টাকা স্থানান্তর করতে পারবেন এবং অন্যান্য আর্থিক লেনদেন করতে পারবেন। এর জন্য আপনাকে সশরীরে উপস্থিত থাকতে হবে না অনলাইনের মাধ্যমে সমস্ত কাজ হয়ে যাবে।
কিন্তু পোস্ট অফিসের একাউন্ট ধারীরা IPPB অ্যাপ এর মাধ্যমে অনলাইনে পিপিএফ একাউন্ট এর টাকা জমা করতে পারবেন। এই কাজ করতে গেলে নির্দিষ্ট কয়েকটি ধাপ আপনাকে পালন করতে হবে।
১) প্রথমে আপনাকে আপনার আইপিপিবি একাউন্ট এ ব্যাংক একাউন্ট থেকে টাকা ট্রান্সফার করতে হবে।
২) ডিওপি পরিষেবায় ক্লিক করতে হবে।
৩) এবারে আপনার পছন্দের প্রকল্প বেছে নিতে পারবেন। এর মধ্যে আছে রেকারিং ডিপোজিট, পাবলিক প্রভিডেন্ট ফান্ড, সুকন্যা সমৃদ্ধি একাউন্ট ইত্যাদি।
৪) পিপিএফ একাউন্ট এ টাকা জমা করার হলে প্রভিডেন্ট ফান্ডে ক্লিক করুন।
৫) এরপর আপনার পিপিএফ একাউন্ট নম্বর এবং ডিওপি আইডি লিখুন।
৬) টাকার পরিমাণ উল্লেখ করে পে বাটনে ক্লিক করুন।
৭) যখন আপনার ট্রানজাকশন সফল হবে তখন আপনার কাছে একটি মেসেজ চলে আসবে।