জনপ্রিয় অনলাইন শপিং ওয়েবসাইট Flipkart এ শুরু হয়ে গেল মোবাইল বোনানজা সেল। গতকাল অর্থাৎ ২৬ শে আগস্ট থেকে এই সেল শুরু হয়েছে। এই অফারে আপনারা সমস্ত স্মার্টফোনের উপরে দুর্দান্ত কিছু ডিল এবং ডিসকাউন্ট পেয়ে যাবেন। এই সেলে আপনারা ভারী ডিসকাউন্ট এর সাথে iPhone SE 2020 এবং iPhone XR কিনতে পারবেন। সাথেই ডিসকাউন্ট থাকছে iQOO 3, Oppo Reno 2 এবং Realme X50 Pro এর মত স্মার্টফোনের উপরেও। এছাড়াও আপনারা ইনস্ট্যান্ট এক্সচেঞ্জ অফার পেয়ে যাচ্ছেন স্মার্টফোনের উপরে। তাহলে আসুন এই অফারের ব্যাপারে বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক।
ফ্লিপকার্টের মাইক্রোব্লগিং ওয়েবসাইটে জানা গিয়েছে এই অফারের সময় আপনারা iPhone SE 2020 এর ৬৪ জিবি স্টোরেজ মডেলটি মাত্র ৩৫,৯৯৯ টাকায় কিনতে পারবেন। সেখানেই ১২৮ জিবি মডেলটি কেনা যাবে মাত্র ৪০,৯৯৯ টাকায়। এই দুটি iPhone এর সঙ্গে আপনারা নো কস্ট EMI অপশন পেয়ে যাবেন এবং এক্সচেঞ্জ অফার ও থাকবে এই ফোনগুলোর উপরে।
iPhone XR এর উপরে ৬,৫০১ টাকার ডিসকাউন্ট থাকছে। এই ফোনের ৬৪ জিবি মডেল আপনারা ৫২,৫০০ টাকার জায়গায় ৪৫,৯৯৯ টাকায় কিনতে পারবেন। এবং ১২৮ জিবি মডেল থাকছে ৫১,৯৯৯ টাকায়।
অন্যদিকে, ফ্লিপকার্টের এই অফারে Redmi K20 পেতে পারেন ১৯,৯৯৯ টাকায়। Oppo Reno 2F আপনারা কিনতে পারবেন মাত্র ১৭,৯৯০ টাকায়। অন্যদিকে, মাত্র ৭,৯৯০ টাকায় থাকছে Oppo A5s। এছাড়াও Realme X50 Pro 5G, iQOO 3, Oppo A12, এবং Vivo Y50 এর মত স্মার্টফোনের উপরেও থাকছে বিশাল এক্সচেঞ্জ ডিসকাউন্ট।
আপনারা এই সেলে কয়েকটি স্মার্টফোনের উপরে ১,০০০ টাকার ডিসকাউন্ট পেয়ে যাবেন। এছাড়াও আপনারা যদি নতুন স্মার্টফোন কিনতে চান তাহলে থাকছে নো কস্ট EMI এর অপশন।