ভারতের অন্যতম জনপ্রিয় শপিং ওয়েবসাইট Flipkart এ শুরু হয়ে গেছে Flipstart Days Sale। এই অফারে আপনারা বিভিন্ন প্রোডাক্ট এর উপরে দুর্দান্ত ডিসকাউন্ট এবং ডিল পাচ্ছেন। হরেক রকমের ক্যাটাগরির উপরে থাকছে দুর্দান্ত ডিসকাউন্ট অফার। আজ থেকে শুরু হয়েছে এবং আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত এই অফার চলবে।
এই ডিসকাউন্ট অফার এ ফ্লিপকার্ট প্রত্যেক ৮ ঘন্টা অন্তর নতুন নতুন ডিল নিয়ে আসবে। এছাড়াও যদি আপনি তিনটি প্রোডাক্ট কেনেন তাহলে পাবেন অতিরিক্ত ৫% ডিসকাউন্ট। এবং চারটি প্রোডাক্ট কিনলে পাবেন ১০% ডিসকাউন্ট। এছাড়া এই ডিসকাউন্ট অফার এর জন্য ফ্লিপকার্ট ফেডারেল ব্যাংক এর সঙ্গে যুক্ত হয়ে ক্রেতাদের অতিরিক্ত ১০% ডিসকাউন্ট অফার করছে।
ফ্লিপকার্ট তাদের ইলেকট্রনিক্স এক্সেসরিজ এর উপরে ৮০% ডিসকাউন্ট অফার করছে। টিভির উপরে থাকছে ৫০% ডিসকাউন্ট। ফুজিফিলম Instax ক্যামেরা বিক্রি হচ্ছে মাত্র ২,৯৯৯ টাকা থেকে। মিররলেস ক্যামেরা থাকছে ৩৫,৯৯৯ টাকা থেকে এবং গেমিং কনসোল বিক্রি হচ্ছে ২৯,৯৯৯ টাকা থেকে। হেডফোন এবং স্পিকার এর উপরেও থাকছে ৭০% ডিসকাউন্ট। ব্লুটুথ স্পিকার এবং হেডফোনের উপরে থাকছে ৭০% ছাড়। এছাড়া, Sony, JBL, Boat জাতীয় কোম্পানির স্পিকার এবং হেডফোন বিক্রি হচ্ছে ৫৯৯ টাকা থেকে।
এছাড়াও ফ্লিপকার্টে বেস্ট সেলিং ল্যাপটপ এর উপরে থাকছে ৩০% ডিসকাউন্ট। এছাড়াও আপনি পাবেন স্মার্টওয়াচ এবং ফিটনেস ব্যান্ড মাত্র ১,২৯৯ টাকা থেকে শুরু করে। স্মার্ট টিভির দাম শুরু হচ্ছে ৮,৯৯৯ টাকা থেকে। পাশাপাশি রেফ্রিজারেটর এবং টিভি আপনারা কিনতে পারবেন ৪০% ডিসকাউন্ট অফার। স্যামসাং শাওমি এবং এলজি জাতীয় কোম্পানির ৩২ ইঞ্চি স্মার্ট টিভি শুরু হচ্ছে ১৩,৯৯৯ টাকা থেকে। এছাড়াও মোবাইল এক্সেসরিজ আপনারা কিনতে পারবেন মাত্র ১২৯ টাকা থেকে। এছাড়াও শাওমি এবং রেডমি কোম্পানির পাওয়ার ব্যাংক পাওয়া যাচ্ছে ৭৯৯ টাকায়।