চলতি বছরের শেষের দিকে বিভিন্ন ই-কমার্স সাইটগুলি ভারতীয় গ্রাহকদের জন্য সেল দেওয়ার ঘোষণা করেছে। এরই মধ্যে জনপ্রিয় ই কমার্স সাইট ফ্লিপকার্ট সম্প্রতি ফ্লিপকার্ট Big Savings Days সেল এর ঘোষণা করেছে। এই সেলে ভারতীয় গ্রাহকরা অভাবনীয় ডিসকাউন্ট মূল্যে ল্যাপটপ ও ডেক্সটপ কিনে নিতে পারবে। এর আগে কোন সেলে ল্যাপটপের ওপর এত ডিসকাউন্ট পাওয়া গেছে বলে মনে করা যায় না।
Flipkart Big Savings Days সেলে ভারতীয় গ্রাহকরা শক্তিশালী ইন্টেল কোর i5 ল্যাপটপের ওপর ভারী ডিসকাউন্ট পেয়ে যাবে। এই সেলে ইন্টেল কোর i5 ল্যাপটপের দাম শুরু হবে ২৩৯৯০ টাকা থেকে। এই ধরনের ল্যাপটপ সারাদিনের অফিসের কাজের জন্য একদম পারফেক্ট। এছাড়াও স্টুডেন্টদের পড়াশোনার জন্য উপযুক্ত ল্যাপটপ এই সেলে ভারী ডিসকাউন্ট এর সাথে পাওয়া যাচ্ছে। মাত্র ১৫৯৯০ টাকা থেকে শুরু হবে ল্যাপটপগুলির দাম।
এছাড়াও যে সমস্ত গ্রাহকদের ল্যাপটপের মাল্টিমিডিয়া প্রোগ্রাম বা এডিটিং এর জন্য কাজে লাগে তাদের জন্য ভেবেছে ফ্লিপকার্ট। হাই পারফরম্যান্স সিপিইউ ও জিপিইউ ল্যাপটপগুলোর ওপর ৩০ শতাংশ ছাড় পেয়ে যাবেন এই Flipkart Big Savings Days সেলে। এছাড়াও এই সময়ে জনপ্রিয় ল্যাপটপ কোম্পানি Dell এর যেকোন ল্যাপটপের ওপর ৩০ শতাংশ ডিসকাউন্ট পেয়ে যাবেন গ্রাহকরা। এছাড়াও Asus এর হাই পারফরম্যান্স ল্যাপটপে এই সেলে ৩০ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে। আপনি যদি এই মুহূর্তে একটি ল্যাপটপ বা ডেস্কটপ কেনার কথা ভাবেন তাহলে অবশ্যই Flipkart Big Savings Days সেলের ওপর নজর রাখুন।