জনপ্রিয় অনলাইন শপিং নেটওয়ার্ক অ্যামাজন ইন্ডিয়া সম্প্রতি শুরু করে দিলো তাদের Wow Salary Days সেল। এই সেল আজ থেকে শুরু হচ্ছে এবং ৩ ডিসেম্বর অবধি চলবে। এই সময়ে এই কোম্পানি বিভিন্ন জিনিসের উপরে দুর্দান্ত কিছু ডিসকাউন্ট অফার দিচ্ছে। এর মধ্যে রয়েছে বড় কিছু অ্যাপ্লায়েন্স, টেলিভিশন, হোম এপ্লায়েন্স, ল্যাপটপ এবং স্পিকার।
অ্যামাজন জানিয়েছে, Wow Salary Days সেলে কাস্টমাররা হাই ভ্যালু প্রোডাক্ট এর উপরে অনেক বড় ডিসকাউন্ট পাবেন। বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট এর উপরে আছে ভারী ডিসকাউন্ট। এর মধ্যে রয়েছে Daikin, LG, Sanyo, Voltas, Oneplus, Boat, JBL, Mi ইত্যাদি। এছাড়াও কাস্টমাররা নো কস্ট ইএমআই, এক্সচেঞ্জ অফার এ সুযোগ গ্রহণ করতে পারবেন।
অতিরিক্ত, কাস্টমাররা যদি ব্যাঙ্ক অফ বরোদা ক্রেডিট কার্ড ব্যবহার করেন এবং ক্রেডিট কার্ড ইএমআই ব্যবহার করেন তাহলে ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এবং কিছু কিছু ডিভাইস কেনার উপরে ১,৫০০ টাকা ডিসকাউন্ট পাবেন।
বড় কিছু অফার –
১) আপনারা যদি এই ডিসকাউন্ট অফারে বড় কিছু অ্যাপ্লায়েন্স কিনতে চান তাহলে আপনাদের জন্য রয়েছে দুর্দান্ত সুযোগ। বড় অ্যাপ্লায়েন্স এর উপরে এই অফারে রয়েছে ,৪০% ডিসকাউন্ট। ওয়াশিং মেশিন এর উপর পাবেন ৩৫% ডিসকাউন্ট। Daikin, LG, Sanyo কোম্পানির এসির উপরে থাকছে ৩৫% ডিসকাউন্ট। অন্যদিকে মাইক্রোওয়েভ এবং চিমনি কিনলে পাবেন ৪০% ডিসকাউন্ট। এছাড়াও রেফ্রিজারেটরের দাম শুরু হচ্ছে মাত্র ৬,৪৯০ টাকা থেকে।
২) যদি আপনারা কোন টেলিভিশন কিনতে চান তাহলে আপনি টেলিভিশন এর উপরে সর্বাধিক ৩০% ডিসকাউন্ট পাবেন। ৩২ ইঞ্চি টেলিভিশন এর উপরে থাকছে ২৫% ডিসকাউন্ট। এছাড়া অ্যান্ড্রয়েড টেলিভিশন এর উপরে থাকছে ৩০% ডিসকাউন্ট।
৩) অ্যামাজনে সাউন্ড বার এবং অডিও প্রোডাক্ট কিনলে পেয়ে যাবেন ৩০% ডিসকাউন্ট। এছাড়া যদি হেডফোন কেনেন তাহলে থাকছে ৫০% ডিসকাউন্ট। স্পিকার এর উপরে ডিসকাউন্ট এর পরিমাণ ৫০%।
৪) এছাড়া যদি আপনারা ল্যাপটপ করেন তাহলে থাকছে ৩০% ডিসকাউন্ট এবং কম্পিউটারের বিভিন্ন এক্সেসরিজ এর উপরে থাকছে ৪০% ডিসকাউন্ট।
৫) অন্যদিকে হোম এপ্লায়েন্স এর উপরে থাকছে ৪০% ডিসকাউন্ট। গিজার এবং ওয়াটার পিউরিফায়ার আপনারা পাবেন ৪০% কম দামে। এই অফারে আপনারা মাত্র ৪,৯৯৯ টাকা মূল্যে কিনে ফেলতে পারবেন নতুন ওয়াটার পিউরিফায়ার।