প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে আবারো একটি নতুন দুর্দান্ত সেল নিয়ে হাজির হল অ্যামাজন ইন্ডিয়া। ২০ জানুয়ারী রাত ১২ টা থেকে এই সেল শুরু হচ্ছে এবং এটির নাম দেওয়া হয়েছে Amazon Great Republic Day Sale। এখানে আপনারা ২৩ জানুয়ারি পর্যন্ত পেয়ে যাবেন দুর্দান্ত কিছু অফার। এর মধ্যে রয়েছে মোবাইল ফোন, স্মার্ট টেলিভিশন, এক্সেসরিজ সহ আরো অনেক কিছু। ফ্যাশন এবং বিভিন্ন স্টেশনারি প্রোডাক্ট এর উপরেও থাকছে এই দুর্দান্ত ডিসকাউন্ট অফার।
এই রিপাবলিক ডে সেলে আপনারা নো কস্ট ইএমআই, ফ্রী ডেলিভারি, ইনস্ট্যান্ট ক্যাশ ডিসকাউন্ট সহ আরো অনেক কিছু পেয়ে যাবেন। এছাড়াও যদি আপনারা বিভিন্ন ক্রেডিট এবং ডেবিট কার্ড ব্যবহার করেন তাহলে পাবেন অতিরিক্ত ডিসকাউন্ট অফার। আগামী ২০ জানুয়ারি থেকে সর্বসাধারনের জন্য এই ডিসকাউন্ট অফার চালু করে দেওয়া হবে। অন্যদিকে যদি আপনি প্রাইম মেম্বার হন তাহলে, ১৯ জানুয়ারি থেকে আপনাদের জন্য এই সেল শুরু হয়ে যাবে।
Amazon Great Republic Day Sale এ আপনারা পাবেন ইএমআই ট্রানজাকশন এর ওপর SBI কার্ড ব্যবহার করলে ১০ শতাংশ অতিরিক্ত ডিসকাউন্ট। এছাড়াও আইসিআইসিআই ব্যাঙ্ক এবং অ্যামাজন পে ক্রেডিট কার্ড ব্যবহার করলে বিভিন্ন প্রোডাক্ট এর উপরে ডিসকাউন্ট অফার থাকছে। এছাড়াও থাকছে নো কস্ট ইএমআই অফার বাজাজ ফিনসার্ভ এর ওপরে। অ্যামাজন পে আইসিআইসিআই ব্যাংকের ক্রেডিট কার্ডে বিভিন্ন অফার আছে।এছাড়াও বিভিন্ন দেশীয় সংস্থার প্রোডাক্ট এর উপরে দুর্দান্ত ডিসকাউন্ট অফার থাকছে। এই সংস্থা গুলির মধ্যে অন্যতম তন্তুজ, নভ লিক, ব্লক্স অফ ইন্ডিয়া, উড়িষ্যা হ্যান্ডলুম সহ আরো অনেক ব্র্যান্ড।
এছাড়াও আপনারা সব থেকে বেশি ডিসকাউন্ট অফার পাবেন স্মার্ট ফোনের ওপরে। এর মধ্যে বেশ কিছুর ব্যাপারে আমরা আপনাকে জানিয়ে দিচ্ছি। সবথেকে বেশি ডিসকাউন্ট অফার থাকবে অ্যাপেলের আইফোন এর উপরে। Apple iPhone 12 Mini তে আপনারা দুর্দান্ত ডিসকাউন্ট অফার পেতে চলেছেন। তবে অ্যামাজন এখনো এই অফার আমাদেরকে জানায়নি। তবে টিজার দেখে মনে করা হচ্ছে, অনেকটাই কম দামে আপনারা আইফোন কিনে নিতে পারবেন এই সুযোগে। উল্লেখ্য, iPhone 12 Mini ফোনের দাম ৬৯,০০০ টাকা। এছাড়াও OnePlus 8T 5G, Galaxy M51 এবং M31 Prime এর উপরে থাকবে দুর্দান্ত অফার। এছাড়া খুব সস্তায় পেয়ে যাবেন Redmi Note 9 Pro Max। এর সাথে, Mi 10i , Galaxy M02s এবং Oppo A15S স্মার্টফোনের উপরেও থাকবে দুর্দান্ত ডিসকাউন্ট অফার।