Latest Posts

Amazon আনছে Blaupunkt End Of Year সেল, পাবেন দুর্দান্ত ডিসকাউন্ট

পুরো ২০২০ বছরটা ভারতবাসী তথা বিশ্ববাসীর জন্য খুব একটা ভালো যায়নি। করোনার প্রকোপে মার্চ মাস থেকে গোটা ৬ মাস ঘরবন্দী ছিল মানুষ। তবে দেশে আনলক প্রক্রিয়া চালু হওয়ার পর ধীরে ধীরে জনজীবন কিছুটা হলেও স্বাভাবিকের পথেই হাঁটছে। বছরের শেষের মাসে এসে বিভিন্ন ই কমার্স সাইট তাদের গ্রাহকদের জন্য চমকপ্রদ আকর্ষণীয় অফার আছে। কিছুদিন আগে চলছিল ধামাকাদার দিওয়ালি সেল। তারপরে এসেছে ব্ল্যাক ফ্রাইডে সেল। এই সব সেল শুধুমাত্র একটা ই-কমার্স সাইটে এসেছে এমন নয়। বেশিরভাগ ই কমার্স সাইট এই সমস্ত সেল দিয়েছে।

এরপর বছর ঘোরার আগে ভারতের অন্যতম জনপ্রিয় ই-কমার্স সাইট অ্যামাজন ইন্ডিয়া তাদের গ্রাহকদের জন্য ধামাকাদার “Blaupunkt End of Year” সেল এনেছে। এই সেলে বিভিন্ন ইলেকট্রনিক্স দ্রব্য যেমন হেডফোন, স্পিকার, সাউন্ডবার ইত্যাদি অভাবনীয় কম মূল্যে পাওয়া যাবে। গ্রাহকরা তাদের পছন্দের জিনিসের উপর ৫০ শতাংশ ডিসকাউন্ট পেয়ে যেতে পারেন। এছাড়াও গ্রাহকদের সুবিধার জন্য রয়েছে প্রত্যেক জিনিসের নো কস্ট ইএমআই এর সুবিধা।

আমাজন ইন্ডিয়া এর ধামাকাদার “Blaupunkt End of Year” সেল চালু হয়েছে ৭ ডিসেম্বর থেকে। এই আকর্ষণীয় সেল চলবে ১১ ডিসেম্বর, ২০২০ অব্দি। এই সময়ের মধ্যে গ্রাহকরা ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে যেতে পারেন। এই সেলে ট্রু ওয়ারলেস ইয়ারবাড মাত্র ৩৯৯৯ টাকায় পেয়ে যাবেন। এছাড়া পোর্টেবল ব্লুটুথ স্পিকার পাওয়া যাবে মাত্র ১৪৯৯ টাকায়। ব্লুটুথ নেক ব্যান্ডের দাম শুরু হবে ১২৯৯ টাকা থেকে। এছাড়াও প্রিমিয়াম সাউন্ডবার এর দাম শুরু ৫৯৯৯ টাকা থেকে। এত কম মূল্যে এরকম ইলেকট্রনিক্স পণ্য প্রায় ভাবাই যায় না। আপনি যদি এই মুহূর্তে হেডফোন, সাউন্ড সিস্টেম বা সাউন্ড বার কেনার কথা ভাবেন তাহলে অবশ্যই অ্যামাজন “Blaupunkt End of Year” সেলে চোখ রাখুন।

Latest Posts

টেক নিউজ