করোনার করাল গ্রাসে বর্তমানে ব্যাপক ভাবে আঘাত পেয়েছে মানুষের দৈনন্দিন জীবন। অতিমারির এই মুহূর্তে বর্তমানে সকলেই প্রায় বাড়ি থেকে বসে কাজ করছেন। আর সাধারণ মানুষের এই work-from-home কে কাজে লাগিয়ে এটার দুর্ব্যবহার করে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের বড়োসড়ো ক্ষতির চেষ্টা করছে অনেকে। ঠিক এরকম কিছু জালিয়াতির ঘটনা আমাদের সামনে মাঝে মধ্যেই আসতে শুরু করেছে। আসুন দেখে নেওয়া যাক সেরকম কিছু জালিয়াতির ব্যাপারে।
WhatsApp ব্যবহারকারীদের কাছে মাঝেমধ্যেই এমন কিছু মেসেজ আসছে যেখানে চাকরির কথা বলা থাকছে। সেখানে বলা হচ্ছে, যদি আপনি মাত্র ৫০ টাকা দিয়ে নাম নথিভুক্ত করেন তাহলেই আপনার কাছে মোটা অঙ্কের টাকার চাকরি চলে আসবে। বলা হচ্ছে, সারা দিনে মাত্র যদি আপনি ২ থেকে ৩ ঘন্টা সময় দেন, তাহলেই আপনি প্রত্যেকদিন ৩,০০০ করে টাকা উপার্জন করতে পারবেন। অর্থাৎ, কেবলমাত্র এই মেসেজে নাম নথিভুক্ত করলেই আপনি মাসের শেষে আয় করতে পারবেন কড়কড়ে ৯০,০০০ টাকা।
সম্প্রতি একটি বেসরকারি সংবাদমাধ্যমের রিপোর্টে এরকম একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এই রিপোর্টে জানা যাচ্ছে, এই সমস্ত কাজকর্ম করছে সাইবার অপরাধীদের একটি দল। তারা সাধারণ মানুষকে লোভনীয় অফার দেওয়ার মাধ্যমে ইউজারদের চ্যাটে একটি ভুয়ো লিংক পাঠাচ্ছে। আর এই লিংকে ক্লিক করলেই আপনার কাছ থেকে আপনার সমস্ত ব্যক্তিগত তথ্য নেওয়া হচ্ছে। যদি আপনি কোনভাবে এই অফার গ্রহণ করে ফেলেন তাহলেই ওই সাইবার জালিয়াত আপনার সমস্ত টাকা-পয়সা ব্যাংক থেকে সরিয়ে নিচ্ছে।
এই ধরনের হোয়াটসঅ্যাপ মেসেজ পেলে আপনি আগে সতর্ক হবেন। বাস্তবটা আগে জানুন, দেশে চাকরির অত্যন্ত অভাব। এই পরিস্থিতিতে দিনে মাত্র ২ থেকে ৩ ঘন্টা সময় দিলে কোন কোম্পানি আপনাকে ৯০,০০০ টাকা দেবে না তাও আবার শুধুমাত্র হোয়াটস্যাপ ম্যাসেজের মাধ্যমে। সব থেকে বড় কথা হল, এইভাবে কেউ চাকরি অফার করে না, তাই বাস্তবটা ভালোভাবে জেনে নিয়ে এই সমস্ত মেসেজ এর ব্যাপারে সতর্ক থাকুন।