ভারতের কোটি কোটি গ্রাহক নিয়মিত হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। হোয়াটসঅ্যাপ বর্তমানে ভারতের সবথেকে জনপ্রিয় মেসেজিং অ্যাপ্লিকেশন। কিন্তু এই বিশাল সংখ্যক গ্রাহককে প্রতারণার শিকার করার জন্য কয়েকজন সবসময় মুখিয়ে রয়েছে। আপনি যাতে সেই প্রতারণার শিকার না হন সেজন্য ফেসবুক কর্তৃপক্ষ আপনার জন্য বেশ কিছু সতর্কবার্তা নিয়ে এসেছে।
সম্প্রতি, হোয়াটসঅ্যাপে এমন প্রতারণার কথা শোনা গিয়েছে যেখানে ব্যবহৃত হয় ওটিপি অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড। এই ধরনের ফাঁদে আপনাকে আপনার পরিচিত কোন বন্ধুর নাম করে মেসেজ করবে সেই হ্যাকার। তারপর ওই মেসেজে আপনাকে জানানো হবে, আপনার বন্ধু অত্যন্ত বিপদে রয়েছে। অনেক সময় ওই বন্ধুর নাম্বার হ্যাক করে ও আপনাকে মেসেজ করা হতে পারে।
তারপর যেই আপনি সেই ফাঁদে পা দিয়ে দেবেন তখন আপনার কাছে করা হবে কিছু অনুরোধ। এই অনুরোধের মেসেজে একটি ওটিপি থাকবে। ওই ওটিপি হবে আসল সমস্যার মূল। মেসেজ করে প্রতারকরা ওই ওটিপি আপনার কাছে জানতে চাইবে। আর যদি আপনি আপনার ওই ওটিপি বিশ্বাস করে দিয়ে দেন সেই হ্যাকার কে, তাহলে আপনার সামনে বিপদ। অনেক সময় আপনাকে বলা হবে, ভুল করে আপনার কাছে ওটিপি চলে গেছে। ওটিপি টা তাকে জানিয়ে যেন আপনি সেই ওটিপি ডিলিট করে দেন।
কিন্তু ওই ওটিপি যখন আপনি দিয়ে দিবেন তখনই আপনার ফোন হ্যাকারদের হাতে চলে যাবে। তারপর আপনার ফোনের সমস্ত তথ্য অ্যাক্সেস করতে পারবে ফোন হ্যাকার। তাই এই সমস্ত ওটিপি থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করুন। সতর্ক থাকা সবসময় ভালো।