আপনার কি ব্যবসা করার জন্য ঋণ প্রয়োজন? নাকি আপনার মেয়ের বিয়ের জন্য ঋণ লাগবে? ঋণ নিয়ে আর কোন সমস্যা নেই! এবার মাত্র এক ক্লিকেই পেয়ে যান বাড়িতে বসে ঋণ। আপনারা হয়তো এ রকম বিজ্ঞাপন মাঝেমধ্যেই দেখে থাকবেন। কিন্তু এবার এই সমস্ত বিজ্ঞাপন নিয়ে গ্রাহকদের সতর্ক করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া SBI। এস বি আই এর তরফে জানানো হয়েছে, আপনারা ভুল করেও এই সমস্ত লিংকে ক্লিক করে দেবেন না।
বর্তমানে সবার লক্ষ্য কিন্তু ঝাঁ চকচকে জীবন। এই কারণে গাড়ি বাড়ি করার জন্য অনেকে অনেক ঋণ নিয়ে থাকে। কিন্তু এই ঋণের প্রলোভনের ফাঁদে পা দিয়েই অনেকের আবার টাকা-পয়সার হারিয়ে যায়। গ্রাহকদের কাছে মাঝেমধ্যেই এইরকম বেশ কিছু ম্যাসেজ আসতে থাকে। তাদেরকে জানানো হয় খুব কম সুদে তাদেরকে ঋণ দেওয়া হবে। কিন্তু এই সমস্ত লিঙ্কে ক্লিক করলেই হয় বিপদ। একবার ক্লিক করলেই আপনার ব্যাংক অ্যাকাউন্ট এর সমস্ত তথ্য সেই হ্যাকারের কাছে পৌঁছে যায়। তারপরে ওই হ্যাকার সেই সমস্ত তথ্য কাজে লাগিয়ে আপনার ব্যাংকের থেকে সমস্ত টাকা তুলে নিতে পারে।
তাই ভারতীয় স্টেট ব্যাংক এর তরফ থেকে তাদের গ্রাহকদের জানানো হয়েছে যেন তারা ভুল করেও এই সমস্ত লিংকে ক্লিক না করে দেন। এছাড়াও তারা জানিয়েছে, আপনারা খুবই সহজে স্টেট ব্যাংকের সাথে কথা বলতে পারবেন https://banks.sbi এই লিংকে ক্লিক করে।