দীর্ঘদিন ধরে ভারতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে অনলাইন মিউজিক এপ্লিকেশন স্পটিফাই। ভারতে এই অ্যাপ্লিকেশনের বহু ব্যবহারকারী রয়েছে। ব্যস্ততার সময় গান ডাউনলোড করে শোনার মত সময় কারোর হাতে নেই। আর বর্তমানে সকলেই ইন্টারনেট ব্যবহার করে থাকেন। এই কারণে ইন্টারনেট থেকে অনলাইনে গান শোনার প্রবণতা অনেকটা বেড়ে গিয়েছে। তবে এই অ্যাপের মাধ্যমে যদি আপনি গান শুনেন তাহলে আপনার জরুরী তথ্য হ্যাকারদের হাতে চলে যেতে পারে। হ্যাঁ এরকমই একটি চাঞ্চল্যকর তথ্য নিয়ে এসেছে সুইডিশ অ্যাপ্লিকেশন স্পটিফাই। এই কারণে তারা তাদের প্রায় সাড়ে তিন লক্ষ ব্যবহারকারীর পাসওয়ার্ড পরিবর্তন করতে চলেছে।
একটি ব্লগ সাইটে এই কোম্পানির রিসার্চ টিম জানিয়েছে, ৩৮০ বিলিয়ান রেকর্ড এবং লগইন তথ্য অসুরক্ষিত রয়েছে এই ওয়েবসাইটে। কোন কোন ধরনের ডেটা হ্যাকের চেষ্টা করা হচ্ছে এ ব্যাপারে কিছু জানা যায়নি। তবে টিমের তরফ থেকে জানানো হচ্ছে অন্য কোন প্লাটফর্ম থেকে স্পটিফাই অ্যাপ্লিকেশনের ব্যবহারকারীদের তথ্য চুরি করার চেষ্টা চলছে। যাদের পাসওয়ার্ড খুব দুর্বল তাদের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য আবেদন জানানো হচ্ছে।
যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে জুলাই মাসের শুরুতে এই তথ্য কোম্পানির হাতে এসেছিল। তারপর থেকেই Spotify পদক্ষেপ গ্রহণ করা শুরু করেছিল। শুধুমাত্র লগইন আইডি এবং পাসওয়ার্ড না, ব্যবহারকারীদের ইমেইল আইডি, দেশ ঠিকানা ফোন নম্বর সবকিছু ব্যবহার করা হচ্ছে। এই সমস্ত তথ্য হ্যাকাররা অসাধু কাজে ব্যবহার করতে পারে বলে গবেষকদের ধারণা।
এই গবেষণা সংস্থা জানিয়েছে, বাইরের কোন ওয়েবসাইট থেকে Spotify এর তথ্য হ্যাক করার চেষ্টা করা হচ্ছে। এর আগেও এরকম ঘটনা ঘটেছে। তাই এটি কোন নতুন বিষয় না। এরকম কোন জনপ্রিয় অ্যাপ্লিকেশন এর কাছে এটা খুব সাধারণ একটি বিষয়। তবে ব্যবহারকারীদের অত্যন্ত সুরক্ষিত পাসওয়ার্ড ব্যবহার করতে হবে এবার থেকে। যাদের পাসওয়ার্ড দুর্বল তাদের ইমেইল একাউন্ট এবং লগইন আইডি সমস্যায় পড়তে পারে। তাই শুধুমাত্র স্পটিফাই না এবার থেকে আপনারা যে কোন জায়গাতে একটি সুরক্ষিত এবং ভাল পাসওয়ার্ড ব্যবহার করুন, এরকমটাই জানাচ্ছে এই গবেষণা সংস্থা।