ভুয়া ফোন কল মেসেজে এসবের মাধ্যমে সাধারণ মানুষকে প্রায়শই বোকা বানানোর কথা শোনা যাচ্ছে। বর্তমানে এসবের ফাঁদে পা দিয়ে অনেকে সর্বস্ব খুইয়েছেন। আর সম্প্রতি একটি আইফোন কেলেঙ্কারির কথা শোনা গেল যে সাম্প্রতিক সময়ে ইন্টারনেটকে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করেছে।
নতুন পাওয়া রিপোর্ট অনুযায়ী, জালিয়াতরা ম্যাক্সিমাম রিটেল প্রাইস এর অর্ধেক দামে আইফোন কেনার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের নিয়মিত ঠকিয়ে চলেছেন। নীল প্যাটেল নামক এক ব্যক্তির নাম জানা যাচ্ছে এই কান্ডে। ইতিমধ্যেই ভারত ছাড়া অন্যান্য দেশে জালিয়াতি রেকর্ড তৈরি করেছে এই জালিয়াতরা। জানা যাচ্ছে এই স্ক্যামার টুইট করে বিগেস্ট সেল। সেখানে আপনাকে মাত্র ২৬,৯৪৯ টাকায় অফার করা হয় iPhone বড় বড় মডেল। ম্যাক্সিমাম রিটেল প্রাইস এর অর্ধেক দামে এই ডিভাইস দেওয়া হয়।
আর এর ফাঁদে পড়ে অনেকেই নিজের সর্বস্ব খুইয়ে বসেন। বছর কয়েক আগে ফ্রিডম ২৫১ নামের একটি স্কিম চালু করা হয়েছিল। এই জালিয়াতিতে ২৫১ টাকার বিনিময় অ্যান্ড্রয়েড স্মার্ট ফোন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ইতিমধ্যেই ,৮ হাজারের বেশি আইফোন অর্ডার করা হয়েছে বলে জানা যাচ্ছে। ক্রেতাদের বলা হয়েছে, আগামী তিন চার সপ্তাহের মধ্যে অর্ডারটি হবে। কারণ সেলার এত অর্ডার একসাথে নিতে পারছে না।