ফেসবুকের অধিকৃত সোশাল নেটওয়ার্ক মিডিয়া ইনস্টাগ্রাম আবারো উঠে এলো সংবাদের শিরোনামে। এবার তাদের বিরুদ্ধে উঠলো তাদের ব্যবহারকারীদের বায়োমেট্রিক তথ্য চুরি করার অভিযোগ। একটি রিপোর্টে উঠে এসেছে, ইনস্টাগ্রামের ফটো ট্যাগিং ফিচারের থেকে এই অ্যাপ্লিকেশনটি তাদের ব্যবহারকারীদের তথ্য চুরি করছিল। এই রিপোর্ট সামনে আসার পরেই চাঞ্চল্য ছড়িয়েছে নেটিজেনদের মধ্যে।
রিপোর্টে জানানো হয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রামের ১০০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারীদের বায়োমেট্রিক ডেটা চুরি করেছে তাদের অজান্তেই। নতুন এই ল সুট আরো দাবি করেছে যে, এই কাজ শুরু করা হয়েছিল ২০২০ এর প্রথম থেকেই।
অ্যাপল আইওএস ১৪ ব্যবহারকারীরা এর আগে অভিযোগ করেছিলেন, যে তাদের অনুমতি ছাড়াই ইনস্টাগ্রাম তাদের মোবাইলের ক্যামেরা ব্যবহার করছিল। তবে ইনস্টাগ্রামের তরফে তড়িঘড়ি এই সমস্যার সমাধান করে ফেলা হয়। জানানো হয়, যে তাদের সার্ভারে একটি বাগ চলে আসায় এই সমস্যা হয়েছে। তবে, উল্লেখ্য ফেসবুক সম্প্রতি তাদের একটি বিশেষ সিকিউরিটি টুল গিটহাবে ওপেন সোর্স হিসাবে রিলিজ করেছে। এই সিকিউরিটি টুল ইনস্টাগ্রামের সমস্ত রকম বাগ খুঁজে বের করতে পারবে বলে দাবি ফেসবুকের।
তবে এই প্রথম নয়, এক মাস আগেও ফেসবুকের উপরে এরকমই একটি অভিযোগ উঠে আসে। তবে এবার ১০০ মিলিয়ন ইনস্টাগ্রাম ব্যবহারকারীর তথ্য চুরি আবারো প্রশ্নের মুখে ফেলে দিল ফেসবুকের সুরক্ষা প্রণালিকে।