ভারত সরকারের তরফে সেফটি এবং সাইবার সিকিউরিটি মেইনটেইন করার জন্য যে টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করা হয়, সেখান থেকে আজ স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য একটি নতুন নির্দেশিকা নিয়ে আসা হয়েছে। আপনারা অনেকেই অনেক সময়ে ভুয়ো ফোন কল পেয়ে থাকেন। এই ধরনের ফোন কলে আপনাকে ফোনের উল্টো দিকের ব্যক্তি বিভিন্ন লোভনীয় অফার এর কথা বলে প্রলোভিত করার চেষ্টা করে। তবে, তার উদ্দেশ্য থাকে আপনার ব্যক্তিগত তথ্যের ওপরে। আপনি ছোট্ট একটি ভুল করলেই সেই হ্যাকার আপনার সমস্ত তথ্য চুরি করে আপনাকে সর্বস্বান্ত করে দেয়। তাই এই ধরনের ফোন কল থেকে কিভাবে নিজেদেরকে সুরক্ষিত রাখবেন সে বিষয়ে আপনাকে আজ আমরা জানতে চলেছি –
কিভাবে পার্থক্য করবেন আসল এবং ভুয়ো ফোনকলের মধ্যে –
১. এই ধরনের জালিয়াতিতে যে ফোন নম্বর ব্যবহার করা হয় সেগুলো শুরু হয় +৯২ দিয়ে। আপনাদের জানিয়ে দিই, এই +৯২ আদতে পাকিস্তানের আইএসডি কোড।
২. আপনার কাছে হোয়াটস অ্যাপ ভয়েস কল অথবা সাধারণ ফোন কল আসতে পারে।
৩. আপনার ব্যক্তিগত তথ্য, ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত তথ্য, ক্রেডিট এবং ডেবিট কার্ডের ডিটেলস চুরি করাই হয় এই ধরনের ফ্রড কলের মূল উদ্দেশ্য।
৪.আপনাকে জানানো হয় যে আপনি কোনো একটি লটারি জিতে গিয়েছেন, অথবা আপনি কোনো লাকি ড্র থেকে অনেক টাকা জিতে গিয়েছেন। তবে আপনাকে নিজের ডিটেলস দিতে হবে এই টাকা পেতে। এখানেই যদি আপনি নিজের সব তথ্য সাবমিট করে দেন, তাহলেই আপনি বিপদে পড়ে যাবেন।
৫. জালিয়াত আপনাকে বিশেষ একটি QR কোড পাঠাতে পারেন, যা স্ক্যান করলে আপনার সমস্ত ডিটেলস তার কাছে চলে যাবে।
৬. একটি ভুয়ো কোম্পানির নাম নিয়ে আপনার বিশ্বাস অর্জনের চেষ্টা করা হয়। সেই কোম্পানির একটি সই এবং সিল দেওয়া একটি সার্টিফিকেটও আপনাকে দেওয়া হয়, যাতে পুরো ব্যাপারটা একদম আসল লাগে।
৭. আপনাকে বারংবার ফোন করা হতে পারে।
৮. তবে শুধু +৯২ নয়, +০১ কোড যুক্ত নম্বর দিয়েও আপনাকে ফোন করা হতে পারে।
তাই এই যুগে আপনাকে সুরক্ষিত থাকতে হলে, আপনাকে অবশ্যই উপরিলিখিত পয়েন্ট গুলিকে মাথায় রাখতে হবে।