আমরা প্রায়শই এমন কিছু রিপোর্ট পেয়ে থাকি যেখানে বিভিন্ন অ্যাপ্লিকেশনের মধ্যে সিকিউরিটি রিস্ক এর কথা বলা হয়। এরকম সিকিউরিটির রিস্ক আছে এবং অ্যাপের তালিকা নেহাত কম নয়। তবে এই ধরনের অ্যাপ্লিকেশনের অধিকাংশই হলো টেক্সট অ্যাপ্লিকেশন। টেক্সটের অ্যাপ্লিকেশন আমরা সাধারণত সবাই ব্যবহার করে থাকে একে অন্যকে চ্যাট করার জন্য। কিন্তু আপনি কি জানেন, আপনার মোবাইলে হয়তো এমন কিছু অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো আপনার সিকিউরিটি গত সমস্যা সৃষ্টি করতে পারে। হ্যাঁ সম্প্রতি স্যান্ড ব্লাস্ট মোবাইলের একটি সমীক্ষাতে এই রিপোর্ট আমরা জানতে পেরেছি। সেই সমীক্ষাতে উঠে এসেছে এরকম চাঞ্চল্যকর তথ্য। আমরা আপনাদের জানাব, এমন বেশ কিছু অ্যাপ্লিকেশনের নাম যেগুলি ব্যাপারে এখনই সচেতন হওয়া প্রয়োজন। এই ৩টি অ্যাপ্লিকেশনের মধ্যে ২টি অ্যাপ্লিকেশন শুধুমাত্র টেক্সটের অ্যাপ্লিকেশন নয়। বরং এগুলি বেটিং অ্যাপ্লিকেশনও বটে। এই তালিকাতে রয়েছে Grindr, OKCupid, এবং Viber এর মতো জনপ্রিয় অ্যাপ্লিকেশন।
কিন্তু কেন এই নতুন রিপোর্টে স্যান্ড ব্লাস্ট মোবাইল সিকিউরিটি রিস্কের কথা ঘোষণা করল? এই ব্যাপারে যদি আমরা ভালো করে জানতে পারি তাহলে এই কোম্পানি সাধারণত এই অ্যাপ্লিকেশনগুলির বেশ কিছু দুর্বলতার দিকে আঙ্গুল তুলেছে। তারা দাবি করেছে, এই সমস্ত অ্যাপ্লিকেশন এর মধ্যে বেশির ভাগ Google Play Core Library এর একটি অত্যন্ত দুর্বল ভার্সন ব্যবহার করে থাকে। এর ফলে যদি কোন হ্যাকার এই অ্যাপ্লিকেশনের জরুরী কিছু কোড ভেঙে ফেলতে চায় তাহলে তার পক্ষে সেটা করা খুব একটা কষ্টসাধ্য ব্যাপার নয়। এই সমস্ত অ্যাপ্লিকেশন এর ক্ষেত্রে কোড এক্সিকিউশন অত্যন্ত সহজসাধ্য ব্যাপার। সমীক্ষা থেকে আরো জানা গেছে, ইন অ্যাপ্লিকেশন আপডেট, ইন অ্যাপ্লিকেশন রিভিউ, অ্যাডিশনাল ল্যাঙ্গুয়েজ রিসোর্স ডাউনলোড সমস্ত ক্ষেত্রে এই সমস্ত অ্যাপ্লিকেশন ব্যবহার অত্যন্ত রিস্কি। এই সমস্ত অ্যাপ ব্যবহার করা আপনার জন্য অত্যন্ত সমস্যাজনক হয়ে উঠতে পারে। আপনার জরুরী তথ্য যেকোনো মুহূর্তে হ্যাকারদের হাতে চলে যেতে পারে বলেও রিপোর্টে জানা গিয়েছে।
তবে আপনাদের অবশ্যই জানিয়ে রাখি, এই ধরনের দুর্বলতা সংক্রান্ত বিষয়গুলি যাতে না ঘটে সেজন্য এই বছরের এপ্রিল মাস নাগাদ গুগল তাদের প্লে স্টোরে একটি নতুন আপডেট নিয়ে এসেছিল। কিন্তু সমস্ত অ্যাপ ডেভেলপার এই আপডেট গ্রহণ করেনি। যে সমস্ত ডেভলপার এই আপডেট গ্রহণ করেনি তাদের ক্ষেত্রেই এই সমস্যা সবথেকে বেশি চোখে পড়ছে।