বিশ্বব্যাপী সাইবার সুরক্ষা সংস্থা পালো অল্টো একটি নতুন ভাইরাস তথা ম্যালওয়ার আবিষ্কার করেছে। এই ম্যালওয়ার খুব সহজে হ্যাক করে নিতে পারে গুগল ক্রোমে সংরক্ষিত ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড। এছাড়া অ্যাক্সেস করতে পারে সেভ থাকা ক্রেডিট কার্ডের তথ্যও। এছাড়া ম্যাকের ব্যাক আপ নিলে আইফোনের টেক্সট পর্যন্ত হ্যাক করতে পারে এই ভাইরাস। পোলো নেটওয়ার্কের একজন আধিকারিক জানিয়েছেন, এই ভাইরাসের নাম কুকীমাইনর। এই ভাইরাস সহজেই চুরি করতে পারে ক্রিপ্টো কারেন্সির সাথে যুক্ত তথ্য এবং গ্রাহকের ভিজিট করা ওয়ালেটের তথ্য।
এই ভাইরাস ক্রোমে সেভ হওয়া পাসওয়ার্ড এবং itune Backup এর মাধ্যমে খুব সহজে Iphone এর সিকিউরিটি ভেঙে টেক্সট ম্যাসেজগুলি চুরি করতে পারে। অধ্যায়নকর্তাদের মতে,”কোনও ধরণের আগের হামলার ওপর ভিত্তি করে, চুরি করা লগ ইন তথ্য ব্যবহার করে আপনার তথ্য তথা টাকাও তুলে নিতে পারে। ”
যদি কোনও ফ্রড ব্যক্তি এই ভাইরাস ব্যবহার করে থাকেন এবং তথ্য গ্রহণের পরে সে যদি তা ব্যবহার করে আপনার অ্যাকাউন্ট ওপেন করতে সক্ষম হয়ে যান তবে, খুব সহজে সে আপনার থেকে ছিনিয়ে নিতে পারবে আপনার ওয়ালেট এর কন্ট্রোল। তবে বলা বাহুল্য, এই ভাইরাস সহজে নিজে থেকে কিছু অ্যাক্সেস করতে পারেনা। ভুল বসত কোনও সাইট থেকে কিছু ডাউনলোড করার সময় এই ভাইরাস চলে আসতে পারে আপনার কম্পিউটার অথবা ফোনে। সেখানেই আপনাকে বলা হবে Accept করতে। Accept করার সাথে সাথে নিজের কাজ শুরু করে দেবে এই ম্যালওয়ার।