৭০ লাখ ভারতীয়ের ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের তথ্য ফাঁস হয়ে গেল অনলাইনে। ব্যবহারকারীদের ফোন নম্বর থেকে শুরু করে তাদের কার্ড কি ধরনের, তাদের আই এর ধরন এবং বার্ষিক উপার্জন এর তথ্য সবকিছু ফাঁস হয়েছে অনলাইনে। পাশাপাশি রয়েছে জন্ম তারিখ, কোন শহরে তিনি বসবাস করেন সহ আরও অনেক তথ্য। এই নতুন রিপোর্টের পর প্রমাণ হয়ে গেল যে ভারতের মতো দেশে জনতার ব্যক্তিগত তথ্য কিন্তু এখনও সুরক্ষিত নয়। না হলে একসাথে ৭০ লক্ষ জনতার ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের তথ্য ইন্টারনেটে পৌঁছে যায় না।
ইন্টারনেট সাইবার সিকিউরিটি সমীক্ষকরা জানিয়েছেন, সম্প্রতি এই সমস্ত তথ্য চালান হয়ে গিয়েছে ডার্কওয়েবে। ডার্ক ওয়েব এমন একটি জায়গা সাধারণ মানুষ সহজে পাবে না। এই জায়গাতে অন্যের তথ্য খুব সহজে হ্যাক করে নেওয়া যায়। যে জিনিস আপনারা সাধারণ ওয়েবে খুঁজে পাবেন না সেই জিনিস ডার্ক ওয়েবে পাওয়া যেতে পারে। এই প্লাটফর্ম সবথেকে বেশি ব্যবহার করা হয় জালিয়াতি করার জন্য। এই নেটওয়ার্ক অনলাইনে অন্যের তথ্য নিজের বলে চালিয়ে দেওয়া অথবা অন্যের তথ্য ব্যবহার করে তার একাউন্ট হ্যাকিং করার মতো সাইবারক্রাইম বাড়িয়ে তোলে।
ডার্ক ওয়েব থেকে পাওয়া তথ্যের একটি বড়সড় ফোল্ডার ইন্টারনেটে ফাঁস হয়েছে। এখানে ১.৩ জিবি মেমোরির ৫৮টি স্প্রেডশিট পাওয়া গিয়েছে। এখানে আপনারা ব্যাঙ্ক অথবা শহরের নাম দিয়ে আলাদা আলাদা করে লক্ষ লক্ষ তথ্য আপলোড করা হয়েছে। তবে, কার্ডের নম্বর কিন্তু সেই তালিকাতে নেই। অথবা এমন কোন তথ্য নেই, যার মাধ্যমে খুব সহজে কার্ড নম্বর বের করে দেওয়া যেতে পারে।
এই তথ্যের মধ্যে আছে ব্যবহারকারীর ফোন নম্বর, তার কার্ড এর ধরন, উপার্জনের ধরন এবং পরিমাণ, জন্ম তারিখ, বসবাসের শহর থেকে শুরু করে আরো অনেক কিছু। পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে ব্যক্তির পরিচয় পাওয়া যাবে এমন বেশ কিছু তথ্য উঠে এসেছে। মনে করা হচ্ছে ব্যাংকের কোন কাজের জন্য এসব তথ্য কোন থার্ড পার্টির কাছে চলে গিয়েছে। তবে, এই তথ্য যথেষ্ট গুরুত্বপূর্ণ তথ্য এর মধ্যে পড়ে। এই কারণে বর্তমানে এমার্জেন্সি সাইবার রেসপন্স টিম সতর্ক রয়েছে।