আপনাদের অনেকের কাছেই ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড হয়ত থাকবে। ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড গ্রাহকদের জন্য একটি নতুন রিপোর্ট এবং সতর্ক বার্তা নিয়ে আসা হয়েছে। সম্প্রতি জানা গিয়েছে, ১০ কোটি ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড ধারকের কার্ডের অত্যন্ত জরুরী তথ্য ডার্কওয়েবে লিক হয়ে গেছে।
ডার্ক ওয়েবে বিক্রি হওয়া এই তথ্যের মধ্যে আপনার পুরো নাম, মোবাইল নম্বর, ইমেইল আইডি এবং কার্ডের প্রথম চারটি এবং শেষ চারটি নম্বর রয়েছে। জানা যাচ্ছে, অ্যামাজন, মেক মাই ট্রিপ, সুইগী এর মত প্লাটফর্ম এর মাধ্যমে এই তথ্য লিক করা হয়েছে। বেঙ্গালুরুর একটি স্টাট আপ কোম্পানি দাবি করেছে, এই সমস্ত তথ্য গত আগস্ট মাসে লিক করা হয়েছিল।
রিপোর্ট থেকে জানা যাচ্ছে, লিক হওয়া সমস্ত তথ্য মার্চ ২০১৭ থেকে আগস্ট ২০২০ এর মধ্যেকার। এই তথ্যের মধ্যে ভারতীয় ডেবিট এবং ক্রেডিট কার্ড ধারকদের অনেক জরুরী তথ্য রয়েছে। এর মধ্যে রয়েছে এক্সপায়ারি ডেট, কাস্টমার আইডি এবং স্ক্যান কার্ড। তাহলে আসুন জেনে নেওয়া যাক, কিভাবে এবারে নিজের টাকা আপনি সুরক্ষিত রাখবেন।
প্রথমে আপনি যদি কোন অনলাইনে সাইটে ডেবিট কার্ড সেভ করে রাখেন তাহলে তা সরিয়ে দিন। কখনোই এরকম ওয়েবসাইটে আপনার কার্ডের তথ্য সেভ করবেন না। এছাড়া যত শীঘ্র সম্ভব আপনার ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের পিন পরিবর্তন করে ফেলুন। তাছাড়া, যদি আপনার একাউন্ট থেকে টাকা চলে গিয়ে থাকে তাহলে তিন দিনের মধ্যে ব্যাংক এবং সাইবার ডিপার্টমেন্টে এফআইআর দায়ের করুন।
গত বছর নভেম্বর মাসে ভারতে ১৩ লক্ষ্য মানুষের ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের তথ্য লিক হয়ে গেছিল। সেই সময় ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের তথ্য ডার্কওয়েবে বিক্রি করা হচ্ছিল অনেক বেশি দামে। ওই সময়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সমস্ত ব্যাংককে নির্দেশ দিয়েছিল এই ব্যাপারটি যাচাই করতে।