কিছুদিন আগেই ভারত সরকার পাবজি মোবাইল সহ ১১৭টি অ্যাপ্লিকেশন কে প্লে স্টোর থেকে সম্পূর্ণরূপে বের করে দিয়েছিল। এবারে ভারত সরকার ঘোষণা করেছে যে তারা চীনের স্মার্টফোনের উপরেও প্রতিবন্ধকতা নিয়ে আসতে পারে। সূত্রের খবর, ডিজিটাল কমিউনিকেশন কমিশন ১৯ সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে চলা বৈঠকে ডেটা এবং প্রাইভেসি জড়িত সমস্ত বিষয় নিয়ে আলোকপাত করবে। সেখানেই চীনের স্মার্ট ফোনের ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে।
কোম্পানিগুলিকে নিতে হবে ডেটার সুরক্ষা –
চীনের স্মার্টফোন কোম্পানিগুলিকে এবার থেকে তাদের ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের সম্পূর্ণ সুরক্ষা করতে হবে। গত ২০১৮ সালে ট্রাই এই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানিয়ে ছিল। সেই সময় ভারতের টেলিকমিউনিকেশন দপ্তর এই আর্জি খারিজ করে দিলেও, বর্তমানে আবার ট্রাইয়ের এই আর্জি নিয়ে পর্যালোচনা করা হতে পারে।
এই আরজিতে জানানো ছিল, অ্যাপ্লিকেশন অপারেটিং সিস্টেম মোবাইল হ্যান্ডসেট কোম্পানিগুলিকে তাদের ব্যবহারকারীদের ডেটার সমস্ত সুরক্ষা করতে হবে। সাথেই কোম্পানিগুলিকে তাদের সার্ভার ভারতে নিয়ে আসতে হবে। তাই বর্তমানে, এই আরজি পত্র পাস হয়ে গেলে বেশ সমস্যার মুখে পড়বে চীনের মোবাইল হ্যান্ডসেট নির্মাতা কোম্পানিগুলি। আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে ভারতের ৭৪% মোবাইল হ্যান্ডসেট চীনের তৈরি।
কিছুটা স্বস্তিতে ফেসবুক, টুইটার এবং হোয়াটসঅ্যাপ –
ট্রাই এর তরফ থেকে জানানো হয়েছে যে, ফেসবুক টুইটার এবং হোয়াটসঅ্যাপের মতো OTT অ্যাপ্লিকেশনে কোনরকম গাইডলাইনস প্রয়োজন পড়বে না। যদিও ট্রাই জানিয়েছে যে, এই ধরনের অ্যাপ্লিকেশন গুলিকে সর্বক্ষণ পর্যালোচনায় রাখা হবে। ট্রাই এর তরফ থেকে জানানো হয়েছে, যদি এই ধরনের অ্যাপ্লিকেশনে কোন সমস্যা ভবিষ্যতে দেখা যায় তাহলে ট্রাই কড়া পদক্ষেপ গ্রহণ করবে। আপাতত এই ধরনের অ্যাপ্লিকেশন এর উপরে তেমনভাবে রেগুলেশন জারি করার কোন প্রয়োজন নেই, তবে নজরদারিতে রাখা হবে এই অ্যাপগুলিকেও।