ভারতে চালু করা নতুন ডেটা পলিসি নিয়ে প্রচণ্ড চাপের মুখে বর্তমানে বিশ্বের সবথেকে বড় মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। আর এবারে হোয়াটসঅ্যাপের বিপদ আরো বাড়িয়ে নতুন দিল্লির থিংক ট্যাংক CyberPeace ফাউন্ডেশন সোমবার ঘোষণা করেছে এবারে পার্ট টাইম কাজের ফাঁদে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ঠকিয়ে নেওয়া শুরু করেছে চীনের হ্যাকাররা। এ নতুন খবরের পর চাঞ্চল্য ছড়িয়েছে নেট দুনিয়ায়।
সাইবার পিস জানিয়েছে, এই ধরনের প্লাটফর্মে বেশকিছু এমন মেসেজ আসে যার সঙ্গে একটা করে লিঙ্ক যুক্ত থাকে। ওই মেসেজে জানানো হয় আপনি যদি এই কাজ করেন তাহলে আপনি প্রত্যেকদিন মাত্র ১০ থেকে ৩০ মিনিট কাজ করলে ২০০ থেকে ৩,০০০ টাকা কামাতে পারবেন। ওই সমস্ত লিংক একটি ইউ আর এল এ রিডিরেক্ট করানো হয়। বিভিন্ন নম্বরের মাধ্যমে এই মেসেজ পাঠানো হয়।
ওই ফাউন্ডেশন জানিয়েছে,”বিভিন্ন বিভিন্ন নাম্বারের মাধ্যমে প্রায় একই ধরনের মেসেজ পাঠানো হয় এবং তাতে একটি লিংক ব্যবহার করা হয়। সেই লিঙ্ক একটি ইউ আর এল এ পৌঁছে যায়। তবে শুধুমাত্র ইংরেজিতে নয়, ভারতের একাধিক আঞ্চলিক ভাষাতে এই মেসেজ পাঠানো হয়ে থাকে।” সাইবার পিস ফাউন্ডেশন এই ব্যাপারে একটি তদন্ত শুরু করে দিয়েছে ইতিমধ্যেই।
জানা গিয়েছে, ওই সমস্ত লিংকের সোর্স একটি জায়গাতেই রয়েছে। এবং চীনের আলিবাবা ক্লাউড হোস্টিং কোম্পানি থেকে ওই ওয়েবসাইট গুলি চালানো হয়। যদি কোনভাবে লিঙ্কে সমস্যা, তাহলে চীনের ভাষা তে একটি এরর মেসেজ আসে। ঐ লিংক এর আইপি অ্যাড্রেস 47.75.111.165 এবং ওই অ্যাড্রেস আলিবাবা ক্লাউড কোম্পানির সঙ্গে সংযুক্ত। অর্থাৎ বোঝাই যাচ্ছে সেই সমস্ত ওয়েবসাইট চীন থেকে অপারেট করা হয়। তাই ভারতের সাইবার রিসার্চ কোম্পানি সাইবার পিস ফাউন্ডেশন, আপনাদের সতর্ক থাকতে বলেছে এই ধরনের মেসেজ এর থেকে।