হোয়াইট হাউস থেকে বেরিয়ে যাবার সময় হয়ে গেলেও এখনও তিনি একইভাবে শিরোনামে রয়ে গেলেন। তিনি হলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেশ কয়েকদিন আগে থেকে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ন। এবারে ডোনাল্ড ট্রাম্পের দুর্নীতির কিছু ভিডিও দেখিয়ে একটি ই-মেইল স্ক্যাম এর মাধ্যমে সাইবার অপরাধীরা আপনাদের সাথে জালিয়াতি করার চেষ্টা করে চলেছে।
সম্প্রতি সিকিউরিটি রিসার্চাররা Remote Access Trojan এর একটি বিশেষ ভেরিয়েন্ট শনাক্ত করেছেন। হ্যাকাররা দাবি করেছেন, ইউজারদের কাছে ইমেইল মারফত ডোনাল্ড ট্রাম্পের কেলেঙ্কারির ভিডিও পাঠানো হচ্ছে। কিন্তু এই ভিডিওর মাধ্যমে সাইবার অপরাধীরা ব্যবহারকারীদের ফোনে কিছু ট্রোজান ভাইরাস পাঠিয়ে দিচ্ছে।
এই ভাইরাস একটি সফটওয়্যার, যা মিউজিক অথবা সিনেমা ডাউনলোড করার সময় আপনার ফোন অথবা কম্পিউটারে চলে আসে। আপনি এই ধরনের ভাইরাস কম্পিউটার থেকে সহজে বের করতে পারবেন না। পাশাপাশি, এটি আপনার কম্পিউটারের সম্পূর্ণ অ্যাক্সেস গ্রহণ করে নেয়। যদি আপনারা এরকম কোন পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করেন তাহলে এই ধরনের ট্রোজান ভাইরাস খুব সহজে আপনার কম্পিউটারে চলে আসতে পারে।
রিসার্চাররা দাবি করেছেন, এবারে জালিয়াতরা একটি বিশেষ পদ্ধতি অবলম্বন করেছেন হ্যাকিং করার জন্য। এতে একটি ইমেইল পাঠানো হচ্ছে। এই ইমেইলের বিষয়বস্তু হচ্ছে Gold Loan Offer। কিন্তু, এর ভেতরে কিছু Java Archive কোডিং থাকছে। ওই কোডিং একেকটি ট্রোজান ভাইরাস। এই ধরনের খারাপ কোডিং অনেকটা ম্যালওয়্যারের মতই। তবে, ট্রোজান শুধুমাত্র উইন্ডোজ এ কাজ করে।
যদি আপনার কম্পিউটারে এই ট্রোজান ভাইরাস ইন্সটল হয়ে যায় তাহলে যখনই আপনি কোন একটা এটাচমেন্ট খুলবেন তাহলে আপনার সামনে ডায়ালগ বক্স চলে আসবে। ওই ডায়ালগ বক্সে লেখা থাকবে- কম্পিউটার নেটওয়ার্ক পেনেট্রেশন টেস্টিং এর জন্য রিমোট অ্যাক্সেস প্রয়োজন। যখন আপনি ওকে বাটনে ক্লিক করে দেবেন, তখন আপনি ওই ট্রোজান সৃষ্টিকর্তাকে আপনার কম্পিউটার এর সম্পূর্ণ অ্যাক্সেস দিয়ে দেবেন। তাই যদি আপনার কাছে এরকম একটি বিতর্কিত ডোনাল্ড ট্রাম্পের ভিডিও আসে তাহলে অবশ্যই ডাউনলোড করবেন না সেই ভিডিও।