চীনের হ্যাকাররা ফেস্টিভেল সিজন সেলে ভারতীয় গ্রাহকদের ঠকানোর প্লান করেন। এরকমই একটি রিপোর্ট সম্প্রতি সামনে এসেছে। রিপোর্টে জানা যাচ্ছে, অক্টোবর-নভেম্বরে চীনের হ্যাকাররা অনেক ধরনের শপিং স্ক্যাম করেছেন। জানিয়ে রাখি এই সমস্ত মাসে অ্যামাজন এবং ফ্লিপকার্ট এর মত জনপ্রিয় ওয়েব সাইটে বিভিন্ন ডিসকাউন্ট অফার চলে। সেই সমস্ত ডিসকাউন্ট অফার এর মাধ্যমে ভারতীয়রা নিজেদের জন্য অনেক জিনিস কেনেন। কিন্তু সেই অফার এর সুযোগ নিয়ে কিছু হ্যাকার তাদের ঠকানোর প্ল্যান করে থাকেন। হ্যাকাররা বিভিন্ন জালি লিংক তাদেরকে পাঠান। তাদেরকে লোভ দেখানো হয় যেন তারা প্রতিযোগিতা তে অংশগ্রহণ করে পুরস্কার জেতেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই সমস্ত লিংক পাঠানো হয়ে থাকে।
অ্যামাজন ইন্ডিয়া এবং ফ্লিপকার্টের এই সমস্ত ফেস্টিভেল সিজেন অফারের সুযোগ গ্রহণ করেন হ্যাকাররা। এর মাধ্যমে ভারতীয়রা বিভিন্ন জালিয়াতির শিকার হয়ে থাকেন। সাইবার স্পেস ফাউন্ডেশন জানিয়েছে, এই সমস্ত শপিং স্ক্যাম এর ঘটনা চীনের হুনান অঞ্চলের একটি হ্যাকার সংগঠন করে থাকে। এই সমস্ত ডোমেইন আলিবাবার ক্লাউড কমপিউটিং প্লাটফর্মে রেজিস্টার করা থাকে।
জানিয়ে রাখি, কিছুদিন আগে অস্ট্রেলিয়ান সংবাদপত্রে একটি ডাটা লিকের খবর সামনে এসেছিল। সেখানে জানানো হয়েছিল চীনের কমিউনিস্ট পার্টির সদস্যরা বিভিন্ন ধরনের বড় বড় সংগঠনের মধ্যে ঢুকে পড়েছেন। এর মাধ্যমে চীনের বিভিন্ন সংস্থাকে তারা মদদ দিয়ে চলেছেন।