নতুন বছরের শুরুতে নতুন গাড়ি কেনার চাহিদা এখন ভারতের বাজারে তুঙ্গে। গতবছর করোনা পরিস্থিতিতে অনেকেই ইচ্ছা থাকলেও গাড়ি কিনে উঠতে পারেনি। এরপর তারা নতুন বছরের শুরুতে নিজেদের বাড়ির জন্য গাড়ির শোরুম গিয়ে লাইন দিয়েছে। এই নতুন বছরে সবচেয়ে বেশি চাহিদা ভারতীয় বিভিন্ন বাজেট লেভেল কোম্পানি গাড়িগুলির ওপর। এইজন্য বর্তমানে এখন গাড়ি কিনতে গেলে অনেকদিন গাড়ি পেতে সময় লাগছে। এমনকি আপনি শুনলে অবাক হবেন যে কিছু জনপ্রিয় কোম্পানির গাড়ি কিনতে আপনাকে ১০ মাস অব্দি অপেক্ষা করতে হতে পারে।
ভারতের জনপ্রিয় অটোমোবাইল কোম্পানি Maruti Suzuki একাধিক বাজেট লেভেলের গাড়ি ভারতের বাজারে এনেছে। তাদের মধ্যে Maruti Suzuki Swift, Alto ও WagonR গাড়ি কিনতে আপনাকে এখন ৩-৪ সপ্তাহ অব্দি অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে কোম্পানির আরেকটুখানি বেশি বাজেটের গাড়ি যেমন Ertiga কেনার জন্য আপনাকে ৬-৮ সপ্তাহ অপেক্ষা করতে হতে পারে।
এছাড়াও অপেক্ষা করতে হবে গাড়ি কেনা লিস্টে আছে কিছু Hyundai কোম্পানির গাড়ির নাম। চাহিদা অনুযায়ী কোম্পানি এখন তাদের Venue এবং Verna গাড়ির প্রোডাকশন এখন বাড়িয়ে দিয়েছে। এর ফলে কমে গেছে তাদের i20 গাড়ির প্রোডাকশন। ফলে এই গাড়ি কিনতে অপেক্ষা করতে হচ্ছে ২-৩ মাস পর্যন্ত। কোম্পানি এই মুহূর্তে প্রতিমাসে তাদের ৮০০০-৯০০০ গাড়ি উৎপাদন করে। বাড়তি চাহিদার কথা মাথায় রেখে কোম্পানি এবার থেকে প্রতিমাসে ১২০০০ টি গাড়ি তৈরি করবে। এছাড়াও ভারতের বাজারে নতুন আসা Thar কিনতে আপনাকে ৪০ সপ্তাহ অব্দি অপেক্ষা করতে হতে পারে।