বর্তমানে ক্যাব সার্ভিস থেকে শুরু করে সাধারণ প্রাইভেট গাড়ির ড্রাইভার গুগল ম্যাপ ব্যবহার করে। না চিনলে একস্থান থেকে অন্যস্থানে যেতে আগে গাড়িচালকদের বারবার দাঁড়িয়ে স্থানীয় মানুষদের পথনির্দেশিকা জিজ্ঞেস করতে হতো। তবে গুগল ম্যাপ ও স্মার্ট ফোন আসার পর থেকে সেই প্রথা উঠে গিয়েছে। এখন গন্তব্যে লোকেশন গুগল ম্যাপে লিখে দিলেই আপনি স্মার্টফোনে পথনির্দেশিকা ফলো করে খুব সহজে সবচেয়ে কম সময়ের মধ্যে পৌঁছে যেতে পারবেন। তবে আপনি শুনলে অবাক হবেন যে এবার থেকে মোবাইল নিয়ে গুগল ম্যাপ দেখতে দেখতে গাড়ি চালালে পুলিশ চালান কাটবে।
কিছুদিন আগে দিল্লিতে একজন মানুষ গুগল ম্যাপ দেখে তার গাড়ি চালাচ্ছিল। তার কাছে কোন মোবাইল হোল্ডার না থাকায় সে হাতে মোবাইলে গুগল ম্যাপ চালিয়ে গাড়ি চালাচ্ছিল। আর তাতেই দিল্লি পুলিশ সেই মানুষের চালান কাটে। স্বভাবতই সেই মানুষটি পুলিশের সাথে বচসা বাধে এই বলে যে সে কোন ফোনে কথা বলছিল না। গুগল ম্যাপ দেখে সে তার নিজের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিল। তবে পুলিশ সরাসরি বলে দিয়েছে যে মোবাইল ফোন হাতে নিয়ে গাড়ি চালানো আইনত অপরাধ।
মোটর ভেহিকেল অ্যাক্ট অনুযায়ী, “গাড়িতে হাতে ধরা কোন কমিউনিকেশন সিস্টেম নিয়ে গাড়ি চালনা আইনত অপরাধ।” আর সেই ভিত্তিতে দিল্লি পুলিশ হাতের ফোন নিয়ে গাড়ি চালানোয় ওই ব্যক্তির জরিমানা করেছিল। নিয়মমতো গাড়ি চালানোর সময় কোন ফোন ব্যবহার করা যায় না। এবার গুগল ম্যাপ দেখতে দেখতে বা গাড়িতে ফোনে কথা বলতে বলতে গাড়ি চালালে এবার মোটর ভেহিকেল অ্যাক্ট অনুযায়ী, ১০০০-৫০০০ টাকা অব্দি পুলিশি জরিমানা হতে পারে।