পুরনো গাড়ি বিক্রি করার ক্ষেত্রে অনেকেই প্রতারণার শিকার হয়। গাড়ি বিক্রি করতে গেলে অনেকেই কম দাম পায়। কিন্তু কিছু বিষয় মেনে চললে আপনি আপনার গাড়ি বেশ ভালো দামে বিক্রি করতে পারেন। এছাড়াও যারা পুরনো গাড়ি কিনবেন তাদেরও জানা উচিত পুরনো গাড়ি কিনতে কি সাবধানতা অবলম্বন করতে হবে। আজকের এই প্রতিবেদনে কি উপায়ে একটি পুরনো গাড়ি বেশি দামে বিক্রি করতে পারেন, তা দেখে নিন।
আপনি যদি এই মুহুর্তে আমরা পুরনো গাড়ি বিক্রি করতে চাইছেন তাহলে মাথায় রাখতে হবে আপনার গাড়ির অবস্থা ঠিক ঠাক হতে হবে। কেউ গাড়ি কিনতে এলে প্রথমেই গাড়ির এক্সটেরিওর ও ইন্টেরিয়ার কোন ক্ষতি আছে নাকি, তা খতিয়ে দেখে নেয়। যদি কোন সমস্যা থাকে তাহলে গ্রাহকরা কম পয়সা দিতে চায়। সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য গাড়ি বিক্রি করার আগে একবার পুরো গাড়ির চেকআপ করে নেওয়া উচিত। গাড়ি পুরোপুরি ঠিক থাকলে গাড়ির দাম অনেকটা বেড়ে যায়। এছাড়া গ্রাহকরা গাড়ির সার্ভিসিং রেকর্ড দেখতে চাই। আপনি যদি গ্রাহককে সার্ভিসিং রেকর্ড দেখান তাহলে তাদের বিশ্বাস বাড়ে এবং তারা গাড়ির ভালো জান দিতে রাজি হয়ে যায়।
এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার আপনার কাছে আপনার গাড়ির সঠিক কাগজ থাকতে হবে। কোন গ্রাহক গাড়ির কাগজ ছাড়া গাড়ি কিনতে চাইবে না। আপনার কাছে যদি সঠিক গাড়ির কাগজ থাকে তাহলে গ্রাহক এক কথায় আপনাকে গাড়ির বেশি দাম দিতে রাজি হয়ে যাবে। এছাড়াও গ্রাহককে কেনার আগে বিশ্বাস বাড়ানোর জন্য গাড়ির টেস্ট ড্রাইভ দিতে রাজি হয়ে যাবেন। আপনার গাড়ি যদি সঠিক কন্ডিশনে থাকে তাহলে টেস্ট ড্রাইভ নিলে গ্রাহকরা বেশি টাকা দিতে রাজি হয়ে যাবে।