ভারতের বাজারে প্রতিদিন কাজকর্মের জন্য বাজেট লেভেলের বাইক জনপ্রিয় গ্রাহকদের মধ্যে। ভারতের জনপ্রিয় বাইক প্রস্তুতকারী সংস্থা TVS এই বাজেট লেভেলের বেশ কয়েকটি বাইক প্রস্তুত করে যা অত্যন্ত টেকসই ও কিনতে বেশি খরচ করতে হয় না। এরকমই TVS কোম্পানি এবার লঞ্চ করছে TVS Star City Plus 2021। এই বাইক রেড ব্ল্যাক ডুয়েল টোন কালারে ভারতে লঞ্চ করেছে। আজকের এই প্রতিবেদনে বাজেট লেভেল বাইকটির দাম ও স্পেসিফিকেশন সম্বন্ধে সব জেনে নিন।
TVS Star City Plus 2021 মডেলে ১১০ সিসির, সিঙ্গেল সিলিন্ডার ফুয়েল ইঞ্জেক্টর ইঞ্জিন আছে যা ৭৩৫০ rpm এ ৮.০৮ bhp পাওয়ার উৎপন্ন করতে পারে ও ৪৫০০ rpm এ ৮.৭ Nm টর্ক উৎপন্ন করতে পারে। এই বাইকে ফোর স্পিড মানুয়াল ট্রানস্মিশন গিয়ার বক্স দেখা যাবে। বাইকটির সর্বোচ্চ গতি ৯০ কিলোমিটার প্রতি ঘন্টা। এই বাইকে সামনেও পিছনের চাকায় ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। আরামদায়ক করার জন্য বাইকের সামনে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক ও পিছনের চাকায় ৫ স্টেপ অ্যাডজাস্টেবল রিয়ার শক দেখা যাবে।
এছাড়া এই বাইকটি এন্ট্রি লেভেল বাইক হিসাবে যথেষ্ট অত্যাধুনিক প্রযুক্তি দেওয়ার চেষ্টা করেছে। বাইক একটি অত্যন্ত সাধারণ স্পিডোমিটার কনসোল আছে যার একটি দিক ডিজিটাল এবং অন্যদিকে এনালগ। এই স্পিডোমিটার কনসলে ফুয়েল গজ দেখা যাবে। এরপর আসা যাক বাইকের দাম সম্বন্ধে। কোম্পানির নতুন TVS Star City Plus 2021 মডেলের এক্স শোরুম মূল্য মাত্র ৬৫৮৬৫ টাকা। আপনি যদি বাজেট লেভেলের একটি বাইক কিনতে চান তাহলে এই বাইকটি আপনার জন্য পারফেক্ট।