জনপ্রিয় গাড়ি মেকার সংস্থা সম্প্রতি Toyota Innova Crysta 2020 ফেসলিফট ভার্সন ভারতে লঞ্চ করছে। এর আগের মডেল Toyota Innova Crysta MPV ভারতে ৪ বছর আগে ২০১৬ সালে লঞ্চ হয়েছিল। আগের গাড়িটি ভারতীয় গ্রাহকদের মাঝে বেশ জনপ্রিয় ছিল। নতুন গাড়িটিতে স্পেসিফিকেশন প্রায় এক থাকলেও জাপানি কোম্পানিটি তাতে এক্সটিরিয়র ও ইন্টেরিয়রের আমূল পরিবর্তন করেছে। কোম্পানির সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট নাভিন সনি জানিয়েছে কোম্পানি টয়োটা ইনোভা গাড়ি শেষ ১৫ বছর ধরে বিক্রি করছে। এই গাড়ি কোয়ালিটি ও কমফোর্ট এর দিক থেকে যতটা উন্নত তাতে গ্রাহকরা বারবার এই গাড়ি পছন্দ করে। বছরের পর বছর কোম্পানি গাড়িতে নতুন প্রযুক্তির সংযোজন করেছে।
Toyota Innova Crysta 2020 স্পেসিফিকেশন:
Toyota Innova Crysta 2020 গাড়ির ১৪৮ bhp এর ২.৪ লিটার ডিজেল ইঞ্জিন এবং ১৬৪ bhp এর ২.৭ লিটার পেট্রোলে ইঞ্জিন ভেরিয়েন্ট আছে। নতুন গাড়িতে মানুয়াল ট্রানস্মিশন গিয়ার বক্স এবং অটোমেটিক ট্রান্সমিশন গিয়ার বক্স দুই ভেরিয়েন্ট পাওয়া যাবে। নতুন গাড়িতে পুরনো গাড়ির যন্ত্রাংশ বেশিরভাগ লাগানো হয়েছে। প্রযুক্তির দিক থেকে গাড়িটি প্রায় পুরনো গাড়ির সমান। কিন্তু কোম্পানি নতুন গাড়িতে কসমেটিক সেক্টরে বেশি মনোনিবেশ করেছে।
নতুন Toyota Innova Crysta 2020 গাড়ির এক্সটিরিয়র ও ইন্টেরিয়রে পরিবর্তন করেছে কোম্পানি। এই গাড়ির সামনে পিয়ানো ব্ল্যাক ক্রোম ফিনিশ গ্রিল লাগানো হয়েছে যা গাড়ির লুককে প্রিমিয়াম করছে। এছাড়া ডায়মন্ড কাট হুইল ও রিডিজাইন ফন্ট বাম্পার শোভা বাড়াচ্ছে গাড়িটির। গাড়িতে টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সেন্টার আছে যা অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপেল কার প্লে সাপোর্ট করে। এই গাড়ির একটি স্পারকলিং ব্ল্যাক কৃষ্টাল সাইন এক্সটেরিয়র কালার ভেরিয়েন্ট এসেছে যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। Toyota Innova Crysta 2020 গাড়ির এক্স শোরুম মূল্য ১৬.২৬ লাখ টাকা থেকে শুরু এবং টপ মডেলটির দাম ২৪.৩৩ লাখ টাকা।