দিনদিন দূষণের মাত্রা ক্রমাগত বেড়েই চলেছে। আর এই সময় দূষণের জন্য অনেকাংশে দায়ী করা হচ্ছে জ্বালানি তেলে চলা যানবাহনকে। যানবাহনের কারণে বায়ু দূষণের পরিমাণ ব্যাপকহারে বৃদ্ধি পায়। এই কারণে গোটা বিশ্বে বর্তমানে ব্যাটারিচালিত গাড়ি অথবা ইলেকট্রিক গাড়ি জনপ্রিয়তা দিনে দিনে বেড়েই চলেছে। বাজারে কম পয়সায় বেশকিছু উন্নত মানের ইলেকট্রিক গাড়ি নিয়ে এসেছে টেসলা, মাহিন্দ্রা সহ বেশ কিছু কোম্পানি। তবে এবার মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান ভারতের ক্ষেত্রে অন্য একটি পদ্ধতি তুলে ধরেছেন।
সোশ্যাল মিডিয়ায় আনন্দ মাহিন্দ্রা অত্যন্ত একটিভ থাকেন। মাঝেমধ্যেই তিনি নানা ধরনের ছবি ভিডিও পোস্ট করে থাকেন। তাকে দেখা যায় বিভিন্ন টুইটার রিপ্লাই দিতে। সম্প্রতি তিনি টুইটারে একটি গরুর গাড়ির ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে এই গরুর গাড়ি টানছে দুটো গরু, এবং সেই গাড়ির পিছনে রয়েছে হাফ ট্যাক্সির মত একটি খোল। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, এই গাড়ির যা খরচ তার কমে হয়তো টেসলা অথবা কোন কোম্পানি গাড়ি বিক্রি করতে পারবেন।
I don’t think @elonmusk & Tesla can match the low cost of this renewable energy-fuelled car. Not sure about the emissions level, though, if you take methane into account… pic.twitter.com/C7QzbEOGys
— anand mahindra (@anandmahindra) December 23, 2020
তবে টুইট টি তিনি করেছেন মূলত নেটিজেনদের আনন্দ দেওয়ার জন্য। টেসলা থেকে কোন মজাদার রিপ্লাই এসেছে কিনা এখনো পর্যন্ত জানা না গেলেও অনেকেই তার এই অভিনব গরুর গাড়ির কনসেপ্টকে পছন্দ করেছেন। বাস্তবে গরুর গাড়ি আর ইলেকট্রিক গাড়ির মধ্যে কোন তুলনা হয় না। দুটো গাড়ির ধরন একেবারে আলাদা, পাশাপাশি কাজও আলাদা। একটি গরুর গাড়ি থেকে একটি ইলেকট্রিক গাড়ি অনেক বেশি দ্রুত চলতে পারে। বর্তমান দিনের টেসলা যে ধরনের ইলেকট্রিক গাড়ি তৈরি করে, তা যেকোনো জ্বালানি গাড়িকে টেক্কা দিতে পারে। তাই বুঝাই যাচ্ছে শুধুমাত্র রসিকতার জন্য এই টুইট করেছেন আনন্দ মাহিন্দ্রা।