করোনার যুগে সোশ্যাল ডিস্টেন্সিং মান্য করার জন্য গাড়ির চাহিদা বেড়ে চলেছে প্রতিনিয়ত। এমন সময় অনেকেই খোঁজেন বেশি মাইলেজের গাড়ি। যদি আপনিও গাড়ি কেনার সময় প্রথমে মাইলেজের দিকে নজর দেন তবে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য। আজ আমরা মারুতি সুজুকি কোম্পানির এমন কিছু গাড়ি সম্পর্কে আলোচনা করব যে গাড়িগুলি নিজের মাইলেজের জন্য লোক মুখে প্রচলিত। চলুন দেখে নেওয়া যাক গাড়ি গুলি সম্পর্কে,
Alto
Maruti Suzuki কোম্পানির এন্ট্রি লেভেল হ্যাচব্যাক গাড়ি হল maruti Suzuki Alto। গ্রাহক এই গাড়িটিতে দুটি ইঞ্জিনের বিকল্প পাবেন। অল্টোর পেট্রল ভ্যারিয়েন্টটি ২২.০৫ কিমি প্রতি লিটারের মাইলেজ দেয় , সেখানেই সিএনজি ভ্যারিয়েন্টটি দেয় ৩১.৫৯ কিমি প্রতি কিলোগ্রামের মাইলেজ।
S-Presso
এসইউভি লুকের হ্যাচব্যাক গাড়িগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় এইইউভি হল S-Presso। এই গাড়িটি ২১.৪ কিমি প্রতি লিটার থেকে ২১.৭ কিমি প্রতি লিটার মাইলেজ দেয়। এই গাড়িটির দাম ৩.৭০ লাখ টাকা থেকে শুরু।
Celerio
Maruti Celerio টির পেট্রল ইঞ্জিন ভ্যারিয়েন্টের মাইলেজ ২১.৬৩কিমি/লিটার। সেখানেই এটির সিএনজি ভ্যারিয়েন্টের মাইলেজ ৩১.৭৬কিমি/লিটার। এই গাড়িটির দাম ৪.৪১ লাখ টাকা থেকে শুরু।
Wagon R
Maruti Wagon R গাড়িটি পাওয়া যায় ১ লিটার ও ১.২ লিটার পেট্রল ইঞ্জিন বিকল্পে। গাড়িটির ১ লিটার ইঞ্জিন ভ্যারিয়েন্ট টির মাইলেজ ২১.৭৯কিমি/লিটার। সেখানেই এটির ১.২ লিটার ভ্যারিয়েন্ট টির মাইলেজ ২০.৫২ কিমি/লিটার।
Ignis
মারুতির জনপ্রিয় সাব-কম্প্যাক্ট হ্যাচব্যাক গাড়ি হল Ignis। Ignis গাড়িটিতে ১.২ লিটারের পেট্রল ইঞ্জিন দেওইয়া হয়েছে। গাড়িটি ২০.৮৯ কিমি প্রতি লিটার মাইলেজ দেয়। Ignis এর দাম ৪.৮৯ লাখ টাকা থেকে শুরু।