ভারতীয় গ্রাহকদের প্রথম SUV গাড়ির স্বাদ দিয়েছিল জনপ্রিয় অটোমোবাইল কোম্পানি Tata। তারা ভারতের বাজারে প্রথমে লঞ্চ করেছিল Tata Safari। কিন্তু মাঝে এই গাড়িটি আর পাওয়া যাচ্ছিল না। তবে কোম্পানি ঘোষণা করেছে তারা আগামী ২৬ জানুয়ারির মধ্যে আবারো ভারতে লঞ্চ করবে Tata Safari 2021। তবে নতুন এই গাড়িতে থাকবে স্পেসিফিকেশনের সম্ভার। এই গাড়িটি হবে ৭ সিটের। গাড়িটি প্রথম ভারতের বাজারে ১৯৯৮ সালে এসেছিল। কিন্তু নতুন গাড়িটি পারফর্মেন্স ও লুকের নিরিখে পুরনো থেকে সম্পূর্ণ আলাদা। জেনে নিন নতুন Tata Safari 2021 এর দাম ও স্পেসিফিকেশন সম্বন্ধে।
Tata Safari 2021 গাড়িতে ২ লিটারের ক্রায়োটেক ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিন ১৭০ bhp পাওয়ার ও ৩৫০ Nm টর্ক উৎপন্ন করতে পারে। এই গাড়িতে অ্যাডজাস্টেবল ইলেকট্রনিক ডাইভার সিট আছে। এছাড়াও গাড়িতে ফ্লোটিং ইনফোটেইনমেন্ট সেন্টার আছে। এতে ৮.৮ ইঞ্চির টাচ স্ক্রীন আছে। এর সাথে আছে অত্যাধুনিক কি লেস এন্ট্রি সিস্টেম, সানরুফ, পুশ বাটন স্টার্ট সিস্টেম ইত্যাদি। এছাড়াও এই গাড়িতে অবাক করে দিয়ে আছে ইলেক্ট্রনিক হ্যান্ড ব্রেক।
নয়া Tata Safari 2021 গাড়ির দাম কোম্পানির Tata Harrier এর চেয়ে সামান্য বেশি। Tata Harrier গাড়ির এক্স শোরুম মূল্য ভারতের বাজারে শুরু হয় ১৩.৮৪ লাখ টাকা থেকে এবং টপ মডেলটির মূল্য ২০.৩০ লাখ টাকা। কিন্তু নয়া Tata Safari 2021 এর দাম শুরু হবে ১৫ লাখ টাকা থেকে এবং টপ মডেলটির দাম ২১ লাখ টাকা। এই গাড়িটি ভারতের বাজারে লঞ্চ করলে Honda Creta এর সাথে কঠিন প্রতিদ্বন্দ্বীতায় পরবে।