বর্তমানে বিশ্ব তথা দেশের কাছে একটি অন্যতম প্রধান সমস্যা হলো পরিবেশ দূষণ। দেশে দিল্লি শহরে পরিবেশ দূষণ মাত্রা ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে অটোমোবাইল কোম্পানি ও ভারতীয় গ্রাহক দুজনেই পরিবেশ সংরক্ষণের ইতিবাচক দিকে ভাবতে শুরু করেছে। গ্রাহকরা যেমন পাল্লা দিয়ে ইলেকট্রিক গাড়ি কেনার প্রবণতা দেখাচ্ছে ঠিক বিভিন্ন অটোমোবাইল কোম্পানি তাদের একটি গাড়ি সেক্টরে কাজ করার প্রবণতা বৃদ্ধি করছে। এরই মধ্যে জনপ্রিয় অটোমোবাইল কোম্পানি Tata Motors গো গ্রীন ইনিশিয়েটিভ শুরু করেছে।
Tata Motors এর গো গ্রীন ইনিশিয়েটিভ কিছুটা হলেও দেশের পরিবেশ দূষণ ঠেকাতে সাহায্য করবে। এই গো গ্রীন উদ্যোগ অনুযায়ী কোন গ্রাহক একটি নতুন গাড়ি কিনলে বা কমার্শিয়াল গাড়ি সার্ভিস করাতে গেলে কোম্পানি দেশের কোন অঞ্চলে একটি গাছ রোপন করবে। গাড়ির ক্রেতাদের সেই গাছের জিওট্যাগ লোকেশন জানিয়ে দেওয়া হবে। এই কাজটি করার জন্য কোম্পানি একটি এনজিওর সাথে গাঁট বন্ধন করেছে।
Tata Motors এর গো গ্রীন ইনিশিয়েটিভ অবশ্যই পরিবেশ দূষণ রোধের দিক থেকে একটি ইতিবাচক পদক্ষেপ। বর্তমানে অবিচারে গাছ কেটে দেয়ার ফলে পরিবেশ দূষণ পাল্লা দিয়ে বাড়ছে। আর কোম্পানির উদ্যোগে সেই গাছের কমতি কিছুটা হলেও কমবে। কোম্পানি বিভিন্ন ধরনের ফলের, ফুলের বা ঔষধি গাছ লাগাবে। এই গাছ লাগানোর পর তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব কোম্পানির। গ্রাহকরা গাছের লোকেশন দেখে সেই গাছের অবস্থা দেখে আসতে পারে। এই মুহূর্তে কোম্পানি দেশের ১০ টি শহরে গাছ লাগানো শুরু করেছে। কিন্তু পরবর্তী সময়ে এই উদ্যোগের বিস্তার গোটা দেশজুড়ে হবে তা নিয়ে কোন সন্দেহ নেই।